রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২০

কেশবপুর হবে স্বস্তি আর শান্তির শহর: শাহীন চাকলাদার এমপি

কেশবপুর হবে স্বস্তি আর শান্তির শহর

কেশবপুর হবে স্বস্তি আর শান্তির শহর: শাহীন চাকলাদার এমপি
 কেশবপুর (যশোর-৬) সংসদীয় আসন

মোহাম্মদ কাওছার হোসেন, কেশবপুর,যশোর-বাংলাদেশ: কেশবপুর (যশোর-৬) সংসদীয় আসনে নব-নির্বাচিত সংসদ সদস্য ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার বলেছেন, সন্ত্রাসীদের কোন জায়গা কেশবপুরে হবে না।কেশবপুর হবে স্বস্তি আর শান্তির শহর। কেশবপুরে অগ্রাধিকার ভিত্তিতে সকল উন্নয়ন সম্পন্ন করা হবে। সকল উন্নয়ন কাজে আওয়ামী লীগর ও অংগ সংগঠনের নেতা-কর্মীদের সম্পৃক্ত করা হবে। সংগঠনকেও শক্তিশালী করা হবে। দলের মধ্যে চেইন অব কমান্ড বজায় থাকবে। কেশবপুর উপজেলাকে সকল ক্ষেত্রে মডেল উপজেলায় রূপান্তর করা হবে।শনিবার (০৫ আগস্ট) কেশবপুর উপজেলা, পৌর ও ১১ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদকদের সাথে উন্নয়ন প্রকল্প গ্রহণ বিষয়ে মতবিনিময় কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফার পরিচালনায় পৌরসভার কনফারেন্স রুমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যশোর জেলা আওয়ামী লীগ নেতা রেজাউল ইসলাম, জিয়াউল হাসান হ্যাপী, জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য ও ইউপি চেয়ারম্যান মশিয়ার রহমান সাগর, যশোর শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মাহমুদ হাসান বিপু, কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান এইচ এম আমির হোসেন, সহ-সভাপতি তপন কুমার ঘোষ মন্টু, এ্যাড. রফিকুল ইসলাম পিটু, পৌর মেয়র রফিকুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মুনছুর রহমান, কেশবপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, যুগ্ম-সম্পাদক সাবেক চেয়ারম্যান ইয়ার মাহমুদ, সাংগঠনিক সম্পাদক গৌতম রায়, সাংগঠনিক সম্পাদক পৌর কাউন্সিলর শেখ এবাদত সিদ্দিক বিপুল, দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজ, সুফলাকাটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ মাষ্টার, সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া মনি, সদর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ মনিমোহন, সাধারণ সম্পাদক কবীর হোসেন, ত্রিমোহিনী ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান আনিস, ত্রিমোহিনী ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক বাবুল বিশ্বাস, যুগ্ম-আহ্বায়ক আব্দুল জব্বার, সাগরদাঁড়ী ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, মজিদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মশিয়ার রহমান পিরো, সাধারণ সম্পাদক গাজী গোলাম সরোয়ার, বিদ্যানন্দকাটি ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন, বিদ্যানন্দকাটি ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক বি এম ইব্রাহীম হোসেন, যুগ্ম-আহ্বায়ক রফিকুল ইসলাম, মঙ্গলকোট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বজলুর রহমান, সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মাসুদ, পাঁজিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম মুকুল, সাধারণ সম্পাদক আব্দুল আহাদ আল বাহার, গৌরীঘোনা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ডাঃ অরুণ কুমার দে, সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান, সাতবাড়ীয়া ইউপি চেয়ারম্যান শামছুদ্দিন দফাদার, সাতবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক জি এম হোচেন, হাসানপুর ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক ওবায়দুর রহমান ওহাব, যুগ্ম-আহ্বায়ক সিরাজুল ইসলাম, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রাবেয়া ইকবাল, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক রমেশ দত্ত প্রমুখ।

Published on

06/09/2020 18:29

Published By: BIPRADIP DAS


Share This

0 Comments: