শুক্রবার, ২ অক্টোবর, ২০২০

রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীকে যোগী রাজ্যের পুলিস নির্যাতিতা তরুণীর পরিবারের সঙ্গে দেখা করতে দিল না

রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীকে যোগী রাজ্যের পুলিস নির্যাতিতা তরুণীর পরিবারের সঙ্গে দেখা করতে দিল না
রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীকে আটক যোগী রাজ্যের পুলিসের

নিজস্ব সংবাদদাতাঃ উত্তরপ্রদেশ রাজ্যের হাতরাসের মর্মান্তিক ধর্ষণ ঘটনা নিয়ে সারা ভারত জুড়ে চরম ক্ষোভে ফেটে পড়ছে জনতা। সেই রাজ্যের বিভিন্ন বিরোধী দল ধর্ষণ মর্মান্তিক ঘটনা নিয়ে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের ইস্তফা দাবি করেছে। এই ঘটনার জেরে হাতরাসে ওই নির্যাতিতা তরুণীর পরিবারের সঙ্গে দেখা করার জন্যই কংগ্রেসের সর্বভারতীয় রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী বৃহস্পতিবার সকালে দিল্লি থেকে রওনা দিয়েছিলেন কিন্তু তখনিই উত্তরপ্রদেশ রাজ্য সরকারের পুলিশের কাছে বাঁধা প্রাপ্ত হন, এমনকি পুলিস রাহুল গান্ধীকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। এমন বাধা পেয়ে রাহুল গান্ধী প্রশ্ন তুললেন, কোন আইনে তাঁকে হাতারাস যেতে দেওয়া হচ্ছে না। তখন যোগী রাজ্যের পুলিস জানায় সেখানে ১৪৪ ধারা জারি করা আছে। জোর বসচা শুরু হয় রাজ্য পুলিসের সঙ্গে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীর। পরিস্থিতি অগ্নিগর্ভ হতেই পুলিস রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীকে পুলিস আটক করে জিপে তুলে নিয়ে যায় গেস্ট হাউসে। রাহুল-প্রিয়াঙ্কার আজকের শো ’কে বিজেপি রাজনৈতিক পর্যটন বলে তোপ দেগেছে। 

Published on

02/10/2020 08:51

Published By: BIPRADIP DAS



Share This

0 Comments: