স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ |
নিজস্ব সংবাদদাতাঃ সামনেই বিধানসভা নির্বাচন, আর এই বিধানসভা ভোটের আগেই বাঙ্গালির প্রধান আনন্দের উৎসব। এবারের আনন্দের উৎসব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটু অন্য ভাবে কাটাবেন। পূজার দেবীর বোধনের দিন উদ্বোধন করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীর জন্য তাই শহরের বুকে আয়োজিত বাছাই করা কিছু পুজো চিহ্নিত করা শুরু হয়েছে। আগামী ২২ অক্টোবর দু’-একটি পুজোমন্ডপ ভার্চুয়ালি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গত বছর সল্টলেকে এসেছিলেন প্রাক্তন সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। এবারও ২০২০-শের পুজোতে আসবেন বাংলায় ভারতের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
Published on
11/10/2020 19:50
Published By: BIPRADIP DAS
0 Comments: