চিত্রঃ দুর্গা পুজা |
নিজস্ব সংবাদদাতাঃ এবারের ২০২০-শে বাঙ্গালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজায় একটু অন্য নিয়ম, মন্ডপের সামনে থাকবে না কোনো খাবারের স্টল। কিন্তু নিয়ম অনুসারে মণ্ডপ থেকে কিছুটা দূরত্বে খাবারের স্টল বসানো যাবে। এমনই বিধিনিষেধ জারি করেছে লালবাজার পুলিশ। কলকাতা পুলিশের দাবি, সংক্রমণের কথা মাথায় রেখে সেই ভিড় আটকাতেই এ বার পুজো কমিটিগুলিকে জানিয়ে দেওয়া হয়েছে যে, মণ্ডপের আশপাশে শুধুমাত্র খাবারের স্টল ছাড়া আর মেলার দোকান বসানোর অনুমতি নেই। সেই সঙ্গে পুজো উপলক্ষে কোনও ধরনের মেলা করার অনুমতিও দিচ্ছে না কলকাতা পুলিশ।
Published on:
12/10/2020 07:58
Published By: BIPRADIP DAS
Categories:
পশ্চিমবঙ্গ রাজ্য
Recent
0 Comments: