বুধবার, ১৪ অক্টোবর, ২০২০

তমলুক জেলের মধ্যে ফেসবুকে মমতা ব্যানার্জির ছবি দিয়ে পোস্ট?

তমলুক জেলের মধ্যে ফেসবুকে মমতা ব্যানার্জির ছবি দিয়ে পোস্ট?
বিজেপি নেতা আনিসুর রহমান

হাসান পিয়াদা সাকিব, দক্ষিন ২৪ পরগণা : কুলতলী পাঁশকুড়ার প্রভাবশালী বিজেপি নেতা আনিসুর রহমান প্রায় এক বছর যাবত তমলুক জেলে  রয়েছেন পাশকুড়া তৃণমূল নেতা কুরবান আলি শা খুন এর ঘটনায় । হঠাৎই গতকাল রাত্রি তে আনিসুর রহমান নামাঙ্কিত নিজস্ব ফেসবুক পেজে মমতা ব্যানার্জির বাইকে চাপিয়ে নিয়ে যাওয়ার ফটো পোস্ট করলেন নিজের প্রোফাইলে। ছবির উপরে লেখা রয়েছে যে প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। এখানেই প্রশ্ন দানা বাঁধছে যে ব্যক্তি হাজতের রয়েছে তার অ্যাকাউন্ট কি করে চলছে। তাহলে কি অন্য কেউ চালাচ্ছে না জেল থেকে আনিসুর রহমান নিজেই ফেসবুকে ছবি পোস্ট করেছেন। আর এই  প্রতিক্রিয়া লেখে কি বুঝাতে চাইছেন বিজেপি নেতা আনিসুর রহমান। তাহলে কি বিধানসভা ভোটের আগেই তৃণমূলে যোগদান করছেন আনিসুর রহমান।ইতি মধ্যেই এই ঘটনায় আলোড়ন সৃষ্টি হয়েছে। আর ওই ফেসবুক অনেকেই কমেন্ট করেছেন তৃণমূল এ স্বাগত। কেউ বলেছেন তাড়াতাড়ি ফিরে আসুন। কেউ বলেছেন বিজেপি আপনার সঙ্গে আছেন। কেউ বলেছেন রিয়েল টাইগার। পুলিশ তদন্ত শুরু করেছে। আনিসুর রহমান না অন্য কেউ অনিসুর রহমান এর ফেসবুক ব্যাবহার করছে।

Published on:

14/10/2020 08:34

Published By: BIPRADIP DAS


Share This

0 Comments: