শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২০

অজ্ঞাত পরিচয় মহিলার কাটা মাথা পাওয়াতে চাঞ্চল্য জয়নগর এলাকায়

অজ্ঞাত পরিচয় মহিলার কাটা মাথা পাওয়াতে চাঞ্চল্য জয়নগর এলাকায়
চিত্রঃ মহিলা মৃতদেহ

হাসান পিয়াদা সাকিব, দক্ষিণ ২৪ পরগণা: জয়নগর আজ সকালে দঃ ২৪ পরগনা জেলার বারুইপুর পিডি-র জয়নগর থানার ধোসা এবং রাজাপুর কোড়াবেগ অঞ্চল সীমান্তে গডাবাড় চানাগুড়ি ক্যাননালের পাশে অজ্ঞাতপরিচয় একটি মাথাহীন মহিলা মৃতদেহ পাওয়া যায়। পরে অনুসন্ধান করে মাথার অংশটিও কাছাকাছি পাওয়া গেল। তা এখনো শনাক্ত করা যায়নি, এ বিষয়ে জয়নগর থানার আইসি অতনু সাঁতরা বলেন, আমি ছবি পাঠাচ্ছি কোনও থানায় সনাক্ত করা যায় কিনা তা দয়া করে দেখে। যে কোনও অনুপস্থিত মামলা আছে কিনা তা দেখার জন্য সমস্ত স্থানীয় থানা গুলিতে জানানো হয়। কে এই মহিলা কেন বা এই মহিলাকে খুন করা হলো হল ,এবং কারা খুন করেছে তা নিয়ে তন্দত শুরু করেছে জয়নগর থানার পুলিশ।

Published on 16/10/2020 17:17

Published By: Rimpa Bepari


Share This

0 Comments: