শুক্রবার, ২ অক্টোবর, ২০২০

পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাতরাসের ধর্ষণ ঘটনা নিয়ে তীব্র নিন্দা করেন

পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাতরাসের ধর্ষণ ঘটনা নিয়ে তীব্র নিন্দা করেন
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

নিজস্ব সংবাদদাতাঃ পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাতরাসের ধর্ষণ ঘটনা নিয়ে তীব্র নিন্দা করেন, মুখ্যমন্ত্রী বলেন, যারা ভোটের জন্য স্লোগান এবং প্রতিশ্রুতি দেয় জনতাকে, এই ঘটনা তাদের মুখোশ খুলে দিয়েছে।উত্তরপ্রদেশ রাজ্যের হাতরাসে দলিত তরুণীর দেহ পুড়িয়ে দেওয়ার ঘটনা নিয়ে তোলপাড় সারা ভারত দেশ। সারা ভারত জুড়ে প্রতিবাদ চলছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সকালে ট্যুইট করে প্রতিবাদে সরব হন , ট্যুইটারে তিনি লিখেছেন, হাতরাসে এক দলিত তরুণীর সঙ্গে যে লজ্জাজনক ঘটনা ঘটেছে, তা নিন্দার ভাষা নেই। আরও লজ্জাজনক হল, যেভাবে জোর করে পরিবারের সম্মতি ছাড়াই ওই তরুণীর সৎকার করা হয়েছে। উত্তরপ্রদেশ রাজ্যের হাতরাসের ঘটনা নিয়ে বিজেপির দিকে দিনভর সোশ্যাল মিডিয়ায় আঙুল তুলেছেন এ রাজ্যের শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং রাজ্য সভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন-রা। তাঁদের বক্তব্য এমন, কী হচ্ছে উত্তরপ্রদেশ রাজ্যে? রোজই তো কিছু না কিছু মর্মান্তিক ঘটনার খবর সামনে আসছে। বিজেপি নেতারা আমাদের বাংলার দিকে না তাকিয়ে উত্তরপ্রদেশ রাজ্যের দিকে নজর দিন।

Published on

02/10/2020 09:15

Published By: BIPRADIP DAS




Share This

0 Comments: