বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২০

মহাপঞ্চমীতে প্রায় তিনশত মানুষের পাশে দাঁড়ালো হুগলী জেলার মগরা কোলার বান্ধব সাম্মিলনী ক্লাব

রুপাঞ্জন রায়,হুগলি-পান্ডুয়াঃ দেখতে দেখতে এসে গেল বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা।সারা বছর প্রতীক্ষার পরে এই পূজাকে ঘিরে গড়ে ওঠে পারিবারিক তথা সামাজিক মেলবন্ধন । পুজোর দু-এক মাস আগে থেকেই বাঙালির চলে নতুন জামা কাপড় কেনার পালা।নতুন নতুন জামা কাপড় পড়ে প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরে ঠাকুর দেখার মজাই আলাদা।পুজোর চারদিন বাঙালির মধ্যে চলে নির্ভেজাল আনন্দ, আড্ডা আর খাওয়াদাওয়া।

কিন্তু করোনা মহামারী আবহে এবছরের পেক্ষাপটে পুরোটাই আলাদা। বিগত ছয় মাস ধরে চলতে থাকা কঠিন সময়ে বহু মানুষ হারিয়েছেন তাদের স্বাভাবিক কাজকর্ম দুমুঠো অন্নের সংস্থান করতে নাভিশ্বাস হয়ে উঠেছেন । এই রকম কঠিন পরিস্থিতিতে প্রায় তিনশত মানুষের পাশে দাঁড়ালো হুগলী জেলার মগরা কোলার বান্ধব সাম্মিলনী ক্লাব। এই বছর তারা মহাপঞ্চমীর সকালে "অপু দুর্গার পুজোর" আয়াজন করে...মগরা রেলস্টেশন সংলগ্ন এলাকায় ।স্থানীয়  দুই শত প্রান্তিক মানুষের হাতে নতুন জামাকাপড় তুলে দেয় এর পাশাপাশি পঞ্চাশ টি রেলওয়ে হকার পরিবারের প্রায় এক শত মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়াহয়। আজকের অনুষ্ঠানের  শেষে সত্যি মানুষের মধ্যে এক খুশির পরিবেশ গড়ে ওঠে।শিশু মুখে ফুটে ওঠে এক অনাবিল হাসি।

Published on:

22/10/2020 09:51

Published By: BIPRADIP DAS



Share This

0 Comments: