শনিবার, ২৪ অক্টোবর, ২০২০

কালো শাড়ি পড়ে বাবাকে মাস্ক পরিয়ে দিলেন টলিউডের সেরা অভিনেত্রী মিমি চক্রবর্তী

কালো শাড়ি পড়ে বাবাকে মাস্ক পরিয়ে দিলেন টলিউডের সেরা অভিনেত্রী মিমি চক্রবর্তী
অভিনেত্রী মিমি চক্রবর্তী

শতরূপা: মিমি চক্রবর্তী, এক দিকে অভিনেত্রী তো অন্য দিকে সাংসদ। দুটোই সমান তালে রেখেছেন। পূজার জন্য তিনি ড্রাকুলা স‍্যারের স্পেশাল স্ক্রীনিংএ গিয়েছিলেন তিনি।সেখানে বাবাকে মাস্ক পরাতে দেখা যাচ্ছে তাকে। করোনা পরিস্থিতিতে সবসময় সচেতন থাকছেন তিনি।এবারের পুজোর বিশেষ আকর্ষণ করেছেন মিমি। সপ্তমী তে কালো শাড়ি পড়ে অনন্যা সুন্দরী লাগছে তাকে।

ইন্সটাগ্রামে ও তিনি সবসময় অ্যক্টিভ থাকেন। তার ভক্তদেরসঙ্গে প্রায় তিনি মজা করেন।

Published on:

24/10/2020 14:03

Published By: BIPRADIP DAS


Share This

0 Comments: