চিত্রঃ বসিরহাট পুলিশ থানা |
নিজস্ব সংবাদদাতাঃ বাংলাদেশের এক দুস্কৃতিকে বসিরহাট ইছামতী সেতুর উপর থেকে গেপ্তার করলো বসিরহাট পুলিশ, ব্যাক্তির নাম রাসেদুজ্জমান, সাতক্ষীরা জেলার বাসিন্দা। বাংলাদেশের একাঢীক মামলায় জড়িত আছে, সেখানেও পুলিশ তাকে খুজছে গেপ্তার করার জন্য কিন্তু সে ভিন দেশে পালানোর জন্য তাকে আর গেপ্তার করতে পারেনি বাংলাদেশ পুলিশ। ছয় বছর আগে চোরাপথে এই দেশে এসে সীমান্তবর্তী স্বরূপনগরের গ্রামে এসেছে, বাংলাদেশ থেকে এই দেশে এসে রাসেদুজ্জমান একাধিকবার রাজধানী দিল্লি, গুজরাত রাজ্য, ভারতের রাজস্থান, এবং মহারাষ্ট্র রাজ্যে এবং সেখান থেকে আবার বাংলাদেশে গিয়েছিল বলে নথি পেয়েছে বসিরহাট পুলিশ। রাসেদুজ্জমানকে গত সোমবার বসিরহাট জেলার এসিজেএম আদালতে তোলা হলে আগামী ১০ দিনের জন্য পুলিশি হেফাজতের মধ্যে রাখার নির্দেশ দেন আদালতের বিচারক।
Published on
07/10/2020 17:50
Published By: BIPRADIP DAS
0 Comments: