শনিবার, ৩ অক্টোবর, ২০২০

শান্তিপূর্ণ পথেই এগিয়ে যেতেই পুলিসের হেনস্থার মুখে তৃণমূলের সংসদ সদস্যরা

পুলিসের হেনস্থার মুখে তৃণমূলের সংসদ সদস্য ডেরেক
চিত্রঃ লিসের হেনস্থার মুখে তৃণমূলের সংসদ সদস্য ডেরেক

নিজস্ব সংবাদদাতাঃ সুপ্রিমো মমতা নির্দেশ দিয়েছিলেন শান্তিপূর্ণ পথেই হাতরাসের দিকে এগিয়ে যাবে তৃণমূলের সংসদ সদস্যরা। নির্যাতিতা দলিত কিশোরীর বাড়ি থেকে মাত্র ১ কিলোমিটার দূরে শুক্রবার পৌঁছে গিয়েছিল তৃণমূলের সংসদ সদস্য প্রতিনিধিরা, সেই কথা মত সম্পূর্ণ শান্তিপূর্ণ পথেই এগিয়ে যেতেই পুলিসের হেনস্থার মুখে পড়তে হল সাংসদ ডেরেক ও ব্রায়ান, দলের তফসিলি মহিলা এমপি প্রতিমা মণ্ডলের গায়ে মহকুমা শাসক হাত দিতেই প্রতিবাদে ফেটে পড়ল তৃণমূল, ডেরেক এর সাথে পুলিসের ধস্তাধস্তি শুরু হয়। প্রতিবাদে রাস্তায় বসে পড়ল তৃণমূল প্রতিনিধিদল। বিষয়টি লোকসভার স্পিকারেরও দৃষ্টি আকর্ষণ করা হবে বলে জানিয়ে দিলেন ডেরেক। সাংসদ ডেরেক ও ব্রায়ান বললেন, উত্তরপ্রদেশ রাজ্যে বিজেপির এ কি জঙ্গলরাজ চলছে, যেখানে সাধারণ মানুষের পাশে দুর্দিনে দাঁড়িয়ে সহানুভূতি জানাতে গিয়েও বাধা পেতে হবে তাও পুলিশের? এই ভারতেরই কি স্বপ্ন দেখেছিলেন জাতির জনক মহাত্মা গান্ধী? পুলিস সাংসদদের জানায়, এখানে ১৪৪ ধারা জারি আছে, কারোর যাওয়ার অনুমতি নেই। 

Published on

03/10/2020 09:43

Published By: BIPRADIP DAS



Share This

0 Comments: