অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় |
শতরূপা রক্ষিত, হুগলী: ৮৫বছর বয়সী প্রবিন অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় এখন করোনা মুক্ত হয়েছেন।চিকিৎকরা জানান করোনামুক্ত হবার ১৪দিনের মাথায় আবার করোনা টেস্ট করা হলে তার রিপোর্ট নেগেটিভ আসে, তবে চিকিৎসকদের কথায় অভিনেতার শরীরে সোডিয়ামের পরিমাণ একটু বেশি আছে বলে জানা যায়। বেসরকারি হাসপাতালের চিকিৎসক রা জানান চিকিৎসায় তিনি সাড়া দিচ্ছেন বলে তা আরও সুবিধা হয়েছে। অভিনেতার কন্যা পৌলমী বোস জানিয়েছেন যে, বাবার শারীরিক পরিস্থিতি কিছুটা ভালো আছে, তবে যেভাবে আইসিউ থেকে বের করে সোশ্যাল মিডিয়ায় খবর পৌছাচ্ছে তাতে আমি বেশ উদ্বেগ হয়ে আছি।
Published on:
16/10/2020 17:25
Published By: Rimpa Bepari
Categories:
অন্যান্য খবর
বিনোদন
Recent
0 Comments: