চিত্রঃ গন অবস্থান ও ডেপুটেশন |
হাসান পিয়াদা সাকিব, দঃ২৪ পরগনা-পশ্চিমবঙ্গঃ কুলতলী দঃ২৪ পরগনা জেলার কুলতলী বিধানসভার বিধায়ক রামশঙ্কর এর নেতৃত্বে জামতলা বিদ্যুৎ দপ্তরের সামনে গন অবস্থান ও ডেপুটেশন অনুষ্ঠিত হয়। এই দিন উপস্থিত ছিলেন বিধায়ক রামশঙ্কর ও অন্যান্য নেতৃত্ব বৃন্দ। এদিন তাদের কয়েকটি বৈদ্যুতিক সমস্যা দাবি নিয়ে ডেপুটেশন দেয়:
- প্রতি মাসে বিদ্যুৎ বিল সংগ্রহের দাবীতে-
- করোনা ও আমফান আবহে গত ৬ মাসের বিদ্যুৎ বিল মুকুবের দাবিতে-
- লো ভোল্টেজ ও লোড সেটিং বন্ধের দাবীতে-
- হুকিং ও বিদ্যুত বন্ধের দাবিতে
- কুলতলী বিদ্যুত গ্রাহক সমিতি দের কে নিয়ে কুলতলী জামতলা বিদ্যুত দপ্তরের সামনে বিক্ষোভ দেখায়। স্থানিয় দের অভিযোগ প্রতিনিয়ত একই বৈদ্যুতিক যন্ত্রের বিল যে টাকা দেয়া হতো, বর্তমানে তার তুলনায় অনেক বেশি। তাছাড়া ১৫ কি.মি. দুরত্বের সাধারন মানুষ বার বার অফিসে আসার পরে ও তাদের কাজ ঠিক ঠাক মতো করা হতোনা, এমনি বিভিন্ন দাবি নিয়ে,
এছাড়া বর্তমানে বিজেপির মতো একটা নোংরা রাজনৈতিক দলকে তীব্র ধিক্কার জানলেন।
Published on:
15/10/2020 17:44
Published By: BIPRADIP DAS
Categories:
দক্ষিণ ২৪ পরগনা
পশ্চিমবঙ্গ রাজ্য
Recent
0 Comments: