সোমবার, ১২ অক্টোবর, ২০২০

বাংলাদেশ মহেশখালী আসন্ন দূর্গাপূজা উপলক্ষে বিভিন্ন মন্দির কমিটির নিকট সরকারী খাদ্যশস্য বিতরণ

বাংলাদেশ মহেশখালী আসন্ন দূর্গাপূজা উপলক্ষে বিভিন্ন মন্দির কমিটির নিকট সরকারী খাদ্যশস্য বিতরণ
চিত্রঃ খাদ্যশস্য বিতরণ পর্ব

নুরুল বশর,কক্সবাজার-বাংলাদেশঃ কক্সবাজার জেলা মহেশখালী উপজেলাতে শারদীয় দূর্গাপূজা উপলক্ষে ১১ অক্টোবর (শনিবার) বিকাল ৫টায় উপজেলা হল রুমে মহেশখালী উপজেলার বিভিন্ন ইউনিয়নের পূজামন্ডপের জন্য সরকারী জি আর খাদ্যশস্য বিতরণ অনুষ্ঠানে নগদ টাকা,মাস্ক,হ্যান্ড স্যনিটাইজার বিতরণ করেন স্থানীয় সাংসদ আলহাজ্ব আশেক উল্লাহ রফিক।

এই সময় উপস্থিত ছিলেন: মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহফুজুর রহমান,মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল হাই,মহেশখালী পৌর মেয়র আলহাজ্ব মকছুদ মিয়া,মহেশখালী উপজেলার প্রকল্প বাস্তায়ান কর্মকর্তা রাশেদুল ইসলাম,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ছালেহ আহম্মদ,

সাবেক ডেপুটি কমান্ডার ডাঃ ফিরোজ খাঁন,মহেশখালী পূজা উদযাপন পরিষদ সভাপতি মাষ্টার ব্রজগোপাল ঘোষ,মহেশখালী পূজা উদযাপন পরিষদ এর সাধারণ সম্পাদক প্রনব কুমার দে,মহেশখালী উপজেলার পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা মাষ্টার দীলিপ কুমার দাশ,যুগ্ন-সম্পাদক তপন কান্তি দে,বিপিন কান্তি দে,প্রিয়তোষ দে,মাষ্টার সম্ভু চরন দে,সুজিত কুমার দে,সুব্রত দত্ত, বসন্ত কুমার দে,কমল কৃঞ্চ ঘোষ, সাবেক কাউন্সিলর,প্রীতি কুনা শর্মা,মহেশখালী পৌর সভার ০৭ নং ওয়ার্ডের কাউন্সিলর সনজিত চক্রবর্তী,০৬ নং ওয়ার্ডের কাউন্সিল রতন কান্তিদে সহ বিভিন্ন মন্দির পরিচালনা কমিটির সভাপতি/সম্পাদক/প্রতিনিধি যথাক্রমে সুজন শীল,পরিমল কান্তি দে,সুজন দে,রুপন দে,মানিক দে,উত্তম কুমার পাল,আষিশ কুমার ভট্ট্যাচার্য,দিলীপ কুমার শীল, সাগর শর্মা,সন্তোষ শর্মা,ননী গোপাল ঘোষ,দুলাল দে,তেজেন্দ্র শীল,প্রকাশ শীল,ডোমেন শীল,যদু কুমার শীল,সুরেশ শীল,কাজল বিশ্বাস,শ্যামল দে,মিন্টু ঘোষ প্রনয়,কেতিশ শীল, আরাধন দে,তন্ময় সুশীল বিশ্ব,শংকর দে প্রমুখ। মহেশখালী-কুতুবদিয়ার সাংসদ আলহাজ্ব আশেক উল্লাহ রফিক মহেশখালীতে সুন্দর ও শান্তিপূর্ণ ভাবে পূজা উদযাপনে মাদক এবং অশ্লিলতা বর্জন করার আহ্ববান জানান।

Published on:

12/10/2020 08:38

Published By: BIPRADIP DAS


Share This

0 Comments: