জায়েন্ট স্কিন |
রুপাঞ্জন রায়, পান্ডুয়া-হুগলিঃ পান্ডুয়াপঞ্চায়েত সমিতির উদ্যোগে বৃহস্পতিবার, পান্ডুয়া তেলিপাড়া মোড়ে জায়েন্ট স্কিনের শুভ উদ্বোধন হল। পান্ডুয়া র ইতিহাস ও বিভিন্ন সরকারি বার্তা প্রচারের উদ্দেশ্যে এই স্ক্রিনের স্থাপনা।
উন্নয়ন আধিকারিক স্বাতী চক্রবর্তী |
আজকের এই জায়েন্ট স্ক্রিন উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পান্ডুয়ার সমষ্টি উন্নয়ন আধিকারিক স্বাতী চক্রবর্তী, পঞ্চায়েত সমিতির সভাপতি চম্পা হাজরা, শিক্ষা কর্মাধ্যক্ষ সঞ্জীব ঘোষ, খাদ্য কর্মাধ্যক্ষ বিরাজ চৌধুরী, সাবিত্রী ক্ষেত্রপাল সহ অন্যান্য আধিকারিক গন।
Published on:
22/10/2020 19:04
Published By: BIPRADIP DAS
Categories:
অন্যান্য খবর
পশ্চিমবঙ্গ রাজ্য
শিক্ষা
হুগলি
Recent
0 Comments: