করিনা কাপুর খান |
শতরূপা, হুগলি:-- দ্বিতীয়বার মা হতে চলেছেন করিনা কাপুর খান। তাতে কোনো হেলদোল ই নেই বেবোর, দিব্বি শুটিং করছেন আবার কখনোদ দিদি করিশ্মা কাপুরের সাথে ফটোশ্যুট এ ব্যস্ত হয়ে পড়েছেন।মঙ্গলবার তার দিদি করিশ্মা কাপুরের সাথে ফটোশ্যুট করলে সেই ছবি স্যোশাল মিডিয়ায় বেশ আলোরন আনে। আবার বুধবার লেন্সবন্দী হন তিনি। তাকে আবার দেখা যায় পুনম দামানিয়া সাথে ফটোশুট করতে। সেই ছবি বেশ জনপ্রিয় হয়েওঠে।গোলাপি রঙের গাউন পরে বেগম কে হেটে আসতে দেখা যায়। পাপারাতজির ক্যামেরায় লেন্সবন্দী হলেও পেজ দিতে দেখা যায়নি তাকে। করোনাতেও স ইফ ও তৈমুরের সাথে ছুটি কাটিয়ে মুম্বাই এ আসেন তিনি।
Published on:
29/10/2020 19:27
Published By: BIPRADIP DAS
Categories:
জীবনযাপন
পশ্চিমবঙ্গ রাজ্য
বিনোদন
latest
tyard-recent
0 Comments: