চিত্রঃ মুসলিম ও হিন্দু জেলে |
নুরুল বশর, কক্সবাজার-বাংলাদেশঃ কক্সবাজার জেলা কুতুবদিয়া উপজেলার দক্ষিণ ধূরুং ইউনিয়ন সমুদ্রে জালপাতাকে কেন্দ্র করে মুসলিম ও হিন্দু জেলের মাঝে উত্তেজনা।হিন্দু জেলেদের দাবী তারা দীর্ঘ দিন যাবত নির্ধারীত স্থানে জালপাতে মাছ ধরে জীবিকা নির্বাহ করে আসছেন, কিন্তু কিছু দিন আগে দক্ষিণ ধূরুং ইউনিয়নে বাতিঘর পাড়ায় কিছু জেলে তাদের নির্ধারিত স্থানের সামনে জালপাতে এতে তারা বারণ করলে তাদের মারধর করে আহত করেন।অন্য দিকে মুসলিম জেলেদের দাবী তারা নির্ধারিত দূরুত্ব মেনে জালপাতেন। হিন্দু জেলেরা অন্যই ভাবে তাদের বাধাদেন তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেন।এর আগে ২৮ সেপ্টেম্বর সন্ধায় মুসলিম ও হিন্দু জেলেদের মধ্যে মারামারির ঘটনায় দুইজন আহত হয়। এ ঘটনার পর হিন্দু জেলে আনন্দ জলদাশ বাদী হয়ে কুতুবদিয়া থানায় ১০ জনকে আসামী করে মামলা দায়ের করেন। পুলিশ দুই জনকে আটক করে।অন্য দিকে এ বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও সচেতন মহল এর একটা সুষ্টু সমাধান চান।
Published on
07/10/2020 17:27
Published By: BIPRADIP DAS
0 Comments: