সোমবার, ১২ অক্টোবর, ২০২০

একঝাঁক মোহনবাগানীর শিশুমুখে হাসি ফোটানোর প্রয়াস

একঝাঁক মোহনবাগানীর শিশুমুখে হাসি ফোটানোর প্রয়াস
চিত্রঃ জাতীয় ক্লাব মোহনবাগান প্রেমি

সুব্রত দে, মগড়া-হুগলি জেলাঃ "গীতাপাঠ অপেক্ষা ফুটবল খেলা শ্রেয়",- স্বামী বিবেকানন্দের এই অমোঘ উক্তিটির যথার্থতা অনুভূত হল গতকাল 'মগরা ম্যারিনারস্' এর একটি মানবিক উদ্যোগের মধ্য দিয়ে। জাতীয় ক্লাব মোহনবাগান প্রেমি একঝাঁক বিভিন্ন বয়সের মানুষজনের সমাহারে গঠিত সংগঠন হল 'মগরা ম্যারিনারস্'। তারা বিভিন্ন পেশার মানুষজন হলেও, তাদের একটাই পরিচয় তারা ফুটবল প্রেমি, মোহনবাগান প্রেমি। তাদের আবেগের বহিঃপ্রকাশ,-" মোদের রক্তে মোহনবাগান"। এহেন একটি সংস্থা গতকাল মগরার বুকে স্পোর্টসম্যান স্পিরিটের অনবদ্য একটি নিদর্শন স্থাপন করল। আসন্ন শারোদৎসবের কথা মাথায় রেখে তারা ডঃ বি আর আম্বেদকর সেবা সমিতি অনাথ আশ্রমের ষাট জন অনাথ শিশুর হাতে নতুন পোশাক তুলে দিল। এর পরবর্তিতে তারা মগরা স্টেশন রোডেও চল্লিশ জন পরিবেশ বন্ধুদের হাতেও পুজোর নতুন পোশাক তুলে দেয়।

অতিমারির প্রকোপে ঘরবন্দী শিশু এবং অর্থনৈতিক অনিশ্চয়তায় ভোগা প্রান্তিক মানুষগুলোর মুখে এই শারদোৎসবের প্রাক্কালে এক চিলতে হাসি ফোটাতে 'মগরা ম্যারিনারস্'- এর সদস্যরা বেশ কিছুদিন আগে থেকেই এই পোশাক বিতরন কর্মসূচির প্রস্তুতি শুরু করে দিয়েছিল। সংস্থার প্রত্যেকে নিজেরাই সামর্থ্যমত অর্থ সংগ্রহ করে ঝাঁপিয়ে পড়েছিল এই উদ্যোগকে সফল করতে।

গতকাল বিকাল তিনটের সময় তারা শিশুদের পুজোর পোশাক ও উপহার নিয়ে হাজির হয়ে যায় ডঃ বি আর আম্বেদকর সেবা সমিতির অনাথ আশ্রমে। সেখানে শিশুদের মধ্যে প্রবল উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। একে একে প্রত্যেক শিশুর হাতেই তারা পুজোর নতুন পোশাক ও চকলেট তুলে দেন। সংস্থার কর্মকর্তারা এই সমস্ত শিশুদের সমস্তরকম প্রয়োজনে পাশে থাকার আশ্বাস দেন।

এরপর মগরা স্টেশন রোডে আরেকটি ছোটো অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখান থেকে চল্লিশজন পরিবেশ বন্ধুর হাতে পুজোর নতুন শাড়ি তুলে দেওয়া হয়। এই কোভিড পরিস্থিতিতে পরিবেশে নির্মল রাখতে এই পরিবেশ বন্ধুদের অবদানের কথা এই অনুষ্ঠানে স্মরন করা হয়।

Published on:

12/10/2020 17:16

Published By: BIPRADIP DAS


Share This

0 Comments: