শুক্রবার, ৯ অক্টোবর, ২০২০

বিজেপির নবান্ন অভিযানের উপর পুলিশ বেগুনি তরল প্রয়োগ করে

বিজেপির নবান্ন অভিযানের উপর পুলিশ বেগুনি তরল প্রয়োগ করে
চিত্রঃ জলকামানের সাথে বেগুনি তরল প্রয়োগ

নিজস্ব সংবাদদাতাঃ গত কালকের বিজেপির নবান্ন অভিযানের উপর পুলিশ জলকামান হামলা করে আর এই জল কামানের মধ্যেই ছিল বেগুনি তরলে ক্ষতিকর রাসায়নিক যা বিজেপি সমর্থকদের গায়ের উপরে পড়েছে বলে এখন খুব গা চুলকায় বলে এমনই অভিযোগ করে বিজেপি সমর্থকরা। জলকামানের মধ্যে রঙিন তরলে কী ধরনের রাসায়নিক ব্যবহার করা হয়েছিল, তা জানতে কেন্দ্রীয় পর্যায়ের তদন্তের দাবি করেন। নবান্ন অভিযানের শেষে রাজ্য বিজেপির যুব মোর্চার জাতীয় সভাপতি তেজস্বী সূর্য বলেন, ওই জলকামানে রাসায়নিক ব্যবহার করা হয়েছিল। বেগুনি রঙের জলের মধ্যে পড়ে যান রাজ্য বিজেপি নেতা রাজু, মিছিলের মধ্যে তাঁর শ্বাসকষ্ট শুরু হলে তাঁকে সরিয়ে নিয়ে যান বিজেপি কর্মী-সমর্থকরা। এ রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় বলেন, হোলির সময়ে যে রঙই ব্যবহার করা হয় তা সাদা জলের সাথে মিশ্রণ করা হয়েছিল। অন্য কোনো ক্ষতিকারক রাসায়ানিক কিছু মেশানো হয়নি। 

Published on:

09/10/2020 11:43

Published By: BIPRADIP DAS


Share This

0 Comments: