শনিবার, ৩ অক্টোবর, ২০২০

ডঃ দুর্গদাস ব্যানার্জি মেমোরিয়াল ফাউন্ডেশনের ও সিমলাগড় মোহনবাগানীর যৌথ উদ্যোগে রক্তদান শিবির

ডঃ দুর্গদাস ব্যানার্জি মেমোরিয়াল ফাউন্ডেশনের ও সিমলাগড় মোহনবাগানীর যৌথ উদ্যোগে রক্তদান শিবির
রক্তদান শিবির
রুপাঞ্জন রায়, পান্ডুয়া-হুগলি জেলাঃ কোভিড পরিস্থিতি তে ব্লাড ব্যাংক গুলিতে চলতে থাকা রক্ত সংকট মেটাতে ডঃ দুর্গাদাস ব্যানার্জি মেমোরিয়াল ফাউন্ডেশন এর উদ্যোগে,হুগলি জেলার পান্ডুয়া ব্লকের বৈঁচি গ্রামের শনিবার এক বিরাট রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল।এই মহান কর্মকাণ্ডে তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে "সিমলাগড় মোহনবাগানী"। এই রক্ত দান শিবিটি অনুষ্ঠিত হয় বৈচিগ্রাম পঞ্চায়েত ভবনে।সিমলাগড় মোহনবাগাননী ও ডঃ দুর্গাদাস ব্যানার্জি মেমোরিয়াল ফাউন্ডেশন এর  একটাই আহ্বান ছিল মানুষের কাছে- "রক্তদান এক অসামান্য প্রতিদান মানুষের জন্য দুর্দিনে মানুষের পাশে থাকার অঙ্গীকার" তাদের এই আহ্বানে সারা দিয়ে ৫৫ জন রক্তদাতা রক্তদান করেছেন,যার মধ্যে ৪৫ জন পুরুষ ও১০জন মহিলা রক্তদান করেন। রক্তদাতাদের উৎসাহিত করার জন্য শিবিরে উপস্থিত ছিলেন প্রাক্তন মোহনবাগানী ফুটবলার রহিম নবী। সিমলাগর মোহনবাগানী তাদের " স্বপ্নের নৌকায়" চেপে ৫৫ টি রক্ত ব্লাড ব্যাংকের হাতে তুলে দিতে পেরে বিশেষ  আনন্দিত।২০১৯ সালে মাত্র ২জন সদস্য নিয়ে সিমলাগড় মোহনবাগানীর পথচলা শুরু,আজ তাদের সদস্য সংখ্যা ৫২ জন।এই অল্পসময়ের মধ্যে তাদের এই অভাবনীয় সাফল্য প্রশংসার দাবি রাখে।

Published on

03/10/2020 18:12

Published By: BIPRADIP DAS


Share This

0 Comments: