চিত্রঃ বিজেপি যুব মোর্চার নেতার দেহরক্ষী |
নিজস্ব সংবাদদাতাঃ নবান্ন অভিযানের দিন বিজেপি যুব মোর্চার নেতার দেহরক্ষী ছিলেন এক শিখ সম্প্রদায় আর সেই যুবকের পাগড়ি খুলে যাওয়া নিয়ে বাজে বিভেদ, গত রবিবার রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর থেকে জানানো হয়েছে, শিখ ভাই ও বোনেরা এ রাজ্যে পুরোপুরি শান্তি এবং স্বাধীনতায় বসবাস করেন। এই ঘটনাকে সাম্প্রদায়িক রং লাগানোর চেষ্টা করছে বিজেপি দল। পুলিশের তদন্ত অনুসারে জানা যায়, গত ২০০৯ সালের জানুয়ারি মাসে রাজড়ি জেলা থেকে এই পিস্তলের লাইসেন্স ইস্যু করা হয়, লাইসেন্স পত্রে পরিস্কার ভাবে বলা রয়েছে এই পিস্তলটি শুধুমাত্র ওই জেলাতেই ব্যবহার করা যাবে যদি তার বাইরে ব্যবহার করা হয় তাহলে সেটা পুরো বেআইনি। এবং তাছাড়া, কোনও জমায়েতে আগ্নেয়াস্ত্র নিয়ে কোনও দলের কোনো নেতার দেহরক্ষী আসতে পারেন কিনা তা নিয়ে অনুসন্ধান চলছে।
Published on
12/10/2020 10:13
Published By: BIPRADIP DAS
Categories:
পশ্চিমবঙ্গ রাজ্য
Recent
0 Comments: