চিত্রঃ চোখের ক্ষতি করছে মোবাইল |
নিজস্ব প্রতিবেদনঃ মোবাইল হলো আমাদের নিত্যদিনের সঙ্গী, যাকে ছাড়া এই ডিজিটাল যুগের মানবজীবন পুরোই শূন্য, কিন্তু, এরই মাঝে মোবাইল আমাদের নিত্য জীবনকে সমস্যার মুখে ঠেলে ফেলে দিচ্ছে। বর্তমানে অনেক ঘুমানোর আগে মোবাইল ঘাটেন এবং ঘুমানোর সাথে করে বালিশের নীচে বা বালিশের পাশে মোবাইল নিয়ে ঘুমান। আর তাতেই হচ্ছে ক্ষতি, আমরা জানি মোবাইল থেকে এক নীল রঙ্গের রেডিয়েশন আলো বেরোয় যা মানুষ জীবনকে ক্ষতির মুখে নিয়ে আসে সাথে মস্তিস্কে ক্ষতি করে। যা থেকে ক্যানসার পর্যন্ত হতে পারে। এর থেকে রেহাই পেতে, ঘুমানোর আগে বালিশের পাশে কিংবা বিছানার ওপর না রেখে আপনার সাথী মোবাইলটি কিছু দূরে কোনো কিছুর ওপরে রাখুন, যাতে রেডিয়েশন আপনার মস্তিস্কে না প্রভাব ফেলতে পারে। সকালে যখন আপনার মোবাইলে অ্যালার্ম বাজবে তখন আপনাকে নিজে উঠে গিয়ে ফোন বন্ধ করতে হবে। জানেন কি? রাতের অন্ধকারে আমরা যে ফোন ঘাঁটি আর তার সেই স্ক্রিনের আলো মানুষের চোখে অবস্থিত রেটিনার উপরে পরে এবং ক্ষতি সৃষ্টি করে। এই আলো আমাদের দেহের তন্দ্রার জন্য যা যা প্রয়োজনীয় হরমোনকে নিঃসরণ হতে বাধা সৃষ্টি করে।
Published on:
09/10/2020 09:15
Published By: BIPRADIP DAS
Categories:
বিজ্ঞান-প্রযুক্তি
বিনোদন
Recent
0 Comments: