ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া |
হাসান পিয়াদা সাকিব: শীতের প্রাক্কালে চলতি পূজোর মরসুমেই আজ "ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া"-র সামসেরগঞ্জ ব্লক কমিটির উদ্যোগে গঙ্গা-ভাঙন কবলিত ধানঘড়া, ধুসূড়ি পাড়া, হিরানন্দপুর, শিবপুর এলাকার শতাধিক দূর্গতদের কল্যাণার্থে হয়ে গেলো শীতবস্ত্র বিতরণ কর্মসূচী । উক্ত মহতী কর্মসূচীতে উপস্থিত ছিলেন পার্টির মুর্শিদাবাদ জেলা সভাপতি মাহফুজুর রহমান, জেলা সম্পাদক ডাঃ হাবিবুর রহমান, জেলা কমিটির সদস্য হামিদ সেখ, ব্লক সভাপতি শিক্ষক জাবের আলী সহ ব্লকের অন্যান্য নেতৃত্ব ও কর্মীবৃন্দ । এদিনের শীতবস্ত্র বিতরণ কর্মসূচী থেকে এক শত পরিবারের প্রতিনিধিদের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয় । শীতের মুখে ভিটে-মাটি হারানো অসহায় অখিল সিংহ, বুল্টি সিংহ, ভোতন সিংহের মতো মানুষেরা পার্টির এহেন মহতী উদ্যোগে বেজায় খুশি । শীতবস্ত্র প্রাপক বুল্টি সিংহের ভাষায়,"এভাবে শীতের আগে শীতবস্ত্র পেয়ে আমি খুশি । এখনও আমাদের অনেকেরই মাথা গোঁজার স্থায়ী ঠিকানা হল না । সরকার তাড়াতাড়ি ব্যবস্থা না করলে ছোট বাচ্চাদের নিয়ে শীতে আমাদের খুব কষ্টের মুখে পড়তে হবে ।" এদিনের এই শীতবস্ত্র বিতরণ কর্মসূচীতে উপস্থিত পার্টির জেলা সভাপতি মাহফুজুর রহমান বলেন,"আমরা প্রায় মাস খানেক আগেই এইসব দূর্গতদের পর্যাপ্ত ত্রাণ ও পুনর্বাসনের দাবিতে জেলা শাসকের দপ্তরে ডেপুটেশন দিই । আমরা বারবার সাধ্যমত ভাঙন কবলিত মানুষদের পাশে দাঁড়িয়ে তাদের সমস্যার কথা স্থানীয় প্রশাসনের দৃষ্টিগোচর করেছি, কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে, এখনও পর্যন্ত এই দূর্গতদের সাহায্যার্থে সরকার কোনও উল্লেখযোগ্য পদক্ষেপ নেয়নি । পূজোর মুখে রাজ্যের ক্লাবগুলি পঞ্চাশ হাজার করে সরকারী অনুদান পেলেও ভিটেমাটি হারা এই দূর্গতদের জন্য কোনও চিন্তাভাবনা সরকারের নেই । সামনেই শীতের মরসুমে এই সর্বহারা পরিবারগুলির মা-বোন-সন্তানেরা কিভাবে দিনগুজরান করবে, একথা ভেবেই আমাদের এই ছোট্ট উদ্যোগ ।" পার্টির ব্লক সভাপতি শিক্ষক জাবের আলী বলেন, "গঙ্গা-ভাঙনের শুরু থেকেই আমরা সুসংগঠিত ভাবে দূর্গত মানুষদের সেবায় যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাচ্ছি । আগামীতেও প্রয়োজন মতো আমরা এই এলাকায় মানুষের হয়ে কাজ করে যেতে চাই । আর, সরকারের কাছে আবেদন করব যে, সরকার যেন অবিলম্বে মানবিক দৃষ্টিতে এই দূর্গতদের সহায়তায় এগিয়ে আসে ।" আজকের এই মহতী কর্মসূচীর জন্য এই এলাকার সাধারণ মানুষজন উদ্যক্তাদের সাধুবাদ জানান ।
Published on:
29/10/2020 19:33
Published By: BIPRADIP DAS
0 Comments: