চিত্রঃ ধর্ষণ ও নারী নির্যাতন নিপনের প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ মিছিল |
মোঃ নাজমুল হাসান,কুড়িগ্রাম জেলা-বাংলাদেশঃ কুড়িগ্রাম জেলার চর রাজিবপুর উপজেলায় নোয়াখালীর বেগমগঞ্জে বিধস্ত করে বর্বোরোচিত নারী নির্যাতন এবং সাম্প্রতিক সময়ে বিভিন্ন গণধর্ষণ, ধর্ষণ ও নারী নির্যাতন নিপনের প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ মিছিল। আজ সকাল ১১ ঘটিকার সময় রাজিবপুর সুপার মার্কেট সংলগ্ন পালিত হয়। সৌজন্য রেল, নৌ, যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণ কমিটি, রাজিবপুর ,কুড়িগ্রাম এবং মুক্তির ডাক বাংলাদেশ রাজিবপুর কুড়িগ্রাম সৌজন্যে। বিভিন্ন দল মত নির্বিশেষে প্রতিবাদ সমাবেশে অংশগ্রহণ করে। উক্ত সমাবেশে বক্তব্য রাখেন সাবেক ছাত্রদলের সভাপতি রোস্তম মাহমুদ তিনি বলেন আজকে এই ছাত্র সমাজের প্রতিবাদ তা দেখে মনে হয় ৭১,৫২ আবারো সেই ছাত্র অধিকার একত্রিত হয়েছে, স্বেচ্ছার হয়েছে। তারা জনগণের অধিকারের জন্য জনগণের ন্যায্য অধিকার নিরাপত্তার জন্য মাঠে নেমেছে। তাদের এই মানববন্ধন আমাদের এই রাজীবপুর উপজেলার এটায় প্রকাশ করে যে সারা বাংলাদেশে যেখানে মানুষের মানবিক অধিকার নষ্ট হবে, সেখানেই মানুষ তার অধিকার থেকে বঞ্চিত হবে, নিরাপত্তা থেকে বঞ্চিত হবে। রাজিবপুরের ছাত্রসমাজ তার প্রতিবাদ করবে এবং কি তাদের সাংবিধানিক অধিকার ফিরিয়ে আনার জন্য মাঠে থাকবে।আমি এটা দেখে অনেক আনন্দিত যে সারাদেশে যেখানেই অন্যায় হোক ছাত্রসমাজ যতক্ষণ পর্যন্ত মাঠে নেমে না আসে ততক্ষণ পর্যন্ত সেই অন্যায়ের প্রতিবাদ হয় না। সেই অন্যায়ের কোন সুবিচার হয়না।এই অন্যায়ের প্রতিবাদ করার জন্য রাজীবপুরে সকল স্তরের ছাত্রদের অভিনন্দন জানাই আমি আর ও অভিনন্দন জানাই এই ছাত্র সমাজে যারা আজকে উপস্থিত হয়েছে। তারা সত্তিকারের জাতির সূর্যসন্তান। আমি বিশেষ করে ধন্যবাদ জানাই রাজীবপুরে যারা মিডিয়া পার্সেল আছেন। আপনাদের কারণেই আজকে উত্তাল আন্দোলন হয়েছে, এ আন্দোলন কোন দলের বা কোনো বিশেষ গোষ্ঠীর নয়। এই আন্দোলন সমগ্র জাতির ,এই প্রতিবাদের মধ্য দিয়েই আমরা বিশ্বাস করি বাংলাদেশে একটি কাঙ্খিত জায়গায় পৌঁছাবে। স্বাধীনতা যে প্রকৃত চাওয়া পাওয়া তা বাস্তবায়নের জন্য ছাত্রসমাজ সবসময় মাঠে থাকবে এবং কি মাঠে আছে। এসময় আরো বক্তব্য রাখেন শিপন মাহমুদ সাধারণ সম্পাদক রেল,নৌ ও পরিবেশ উন্নয়ন গণ কমিটি তিনি বলেন আজকে আমাদের ছাত্রসমাজ দেরকে রাস্তায় দাঁড়াতে হয়। আজকে স্বাধীনতার ৫০ বছরে আমাদের রাষ্ট্র আমাদের জন্য কি করেছে।ধর্ষণের প্রতিবাদে রাস্তায় নামতে হয়েছে এটি জাতির জন্য লজ্জাজনকএবং নোয়াখালীতে যে ঘটনা ঘটেছে আমি পুলিশ বাহিনীর দেরকে ইঙ্গিত করে বলতে চাই ধর্ষণের ৩২ দিন পর ভিডিও ভাইরাল হয় তারপর আপনারা ব্যবস্থা নিন এই ৩২ দিন আপনারা কি করেছেন। আমি প্রশাসনকে উদ্দেশ্য করে বলতে চাই অতি শীঘ্রই জা
যেনো ধর্ষণের বিচার ও ফাঁসির রায় দেওয়া হয় এবং এই আইন বাস্তবায়ন করতে হবে। এ সময়ে ছাত্র-শিক্ষক সাংবাদিকসহ বিভিন্ন জনে বক্তব্য রাখেন।
0 Comments: