শুক্রবার, ৯ অক্টোবর, ২০২০

শ্রীরামপুরের মাদুরা কোটস প্রাইভেট লিমিটেড মিল থেকে ১৮০ জন ছাটাই

শ্রীরামপুরের মাদুরা কোটস প্রাইভেট লিমিটেড মিল পুজোর মুখে উৎপাদন বন্ধ
মাদুরা কোটস প্রাইভেট লিমিটেড

নিজস্ব সংবাদদাতাঃ হুগলির শ্রীরামপুরের সুতোকল ‘মাদুরা কোটস প্রাইভেট লিমিটেড’ সেই লকডাউনের সময়ে যে বন্ধ হয়েছিল তারপর থেকে অনেক দিন চলে গেছে কিন্তু এখনও উৎপাদন হয়নি, কারখানার কর্তৃপক্ষ জানায়, গত ৩১ শে আগষ্ট ঠিকাদার সংস্থার সাথে চুক্তি শেষ হয়। এবং সেই অনুসারেই উৎপাদন বন্ধ আছে মিলের, এখন আর নতুন করে চুক্তির কোনো প্রয়োজন নেই। জানা গিয়েছে, ওই মিলের স্থায়ী শ্রমিকের সংখ্যা ২০ জন এবং ঠিকাদার আছে ১৮০ জন শ্রমিক। শ্রমিকরা জানান, মিলের উৎপাদন না-হলেও গত এপ্রিল মাসের বেতন দেওয়া হয়, এবং মে-জুনে ২২ দিনের বেতন এবং গত জুলাই মাসের  মাত্র ১৫ দিনের বেতন পান ঠিকাদার শ্রমিকরা। কিন্তু কর্তৃপক্ষ এখন ঠিকাদার শ্রমিকদের পরিস্কার জানান, গত অগস্ট মাসের কোনো বেতন দেওয়া হবে না, এবং সাথে নতুন কোনো চুক্তিও করা হবে না।এই কথা শুনতেই ঠিকাশ্রমিকদের মাথায় হাত পরে গেছে ফলস্বরুপ, পরের দিন সকালে মিলের সামনে ঠিকাদার শ্রমিকরা অবস্থান বিক্ষোভ করেন। এমন অবস্থায় কারখানার কর্তৃপক্ষ মিল থেকে বেরোতে পাননি পরে শ্রীরামপুর থানায় পুলিশ এসে উদ্ধার করে।

 Published on:

09/10/2020 08:40

 Published By: BIPRADIP DAS



Share This

0 Comments: