চিত্রঃ নতুন পোশাক ছবি |
রবিউল ইসলাম, ঢাকা-বাংলাদেশঃ আসছে পূজা, সারা বছর জুড়ে যতবারই নতুন পোশাক কেনো হোক না কেন,পূজা মানে নতুন পোশাক চাই। আর যেহেতু পূজার জন্য পোশাক সেহেতু তা হতে হবে নতুন ডিজাইন, চমৎকার স্টাইলের। শতহোক পূজা বলে কথা। আর পূজাতে সবাই চায় তার পোশাকটি অন্য সবার থেকে একটু আলাদা হোক।কিছুটা সেকেলে হলেও বাঙালীদের কোনো উৎসবে পোশাক মানে পুরুষদের জন্য পাঞ্জাবি আর নারীদের জন্য শাড়ি। এ যেন এক অনবদ্ধ বন্ধন। তবে পূজার ক্ষেত্রে তার ব্যতিক্রম ঘটবে কেনো? কথা যেহেতু পূজা নিয়ে তাই পাঞ্জাবী আর শাড়িতে চাই নতুনত্বের ছোয়া। পোশাকে থাকতে হবে মনের মতো রঙ, নজরকাড়া নকশা আর দরকার চলমান যুগের সাথে তাল মিলিয়ে ফ্যাশন। পুরুষের পোশাকের সাথে এক্সেসরিজ তেমন একটা দরকার পরে না তবুও পাঞ্জাবীর সাথে মানানসই জুতা আর ঘড়ি হলে ব্যাপারটা বেশ জমজমাট হয় আর কি। কিন্তু নারীদের ক্ষেত্রে ব্যাপারটা বেশি ভিন্ন ধরনের শাড়ির সাথে অবশ্যই মানানসই জুতা তো থাকতেই হবে। তাছাড়াও দরকার পছন্দমত গয়না আর পার্স অথবা ভ্যানিটি ব্যাগ। এগুলো ছাড়া পোশাক যেন অসম্পূর্ণ। এবার পূজা সবার জন্য ভিন্নতা নিয়ে আসুক। সবাইকে সুস্থতা দান করুক। আর পোশাকে আসুক নতুন নকশা ও রঙের ছোয়া।
Published on:
15/10/2020 17:28
Published By: BIPRADIP DAS
0 Comments: