বুধবার, ৪ নভেম্বর, ২০২০

বার্থডে গাল্ শুভশ্রী 30বছরেই মা হতে চেয়েছিলেন

বার্থডে গাল্ শুভশ্রী 30বছরেই মা হতে চেয়েছিলেন
বার্থডে গাল্ শুভশ্রী

শতরুপা,হুগলিঃ বার্থডে গাল্ শুভশ্রী 30বছরেই মা হতে চেয়েছিলেন:-আজ শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের ৩০বছর পূরণ হলো। মা পায়েস করে দিয়েছেন, বাড়ির অন্যান্যরা বেলুন,কেক সাজাছেন, রাজ এর আদেশে অফিস যাওয়া আজ চলবেনা। গাঢ নীল পোশাকে শুভশ্রীকে আজ ভীষন সুন্দর লাগছে। তিনি এবিপি আনন্দকে বললেন"জন্মদিন আমি পরিবারের সাথে কাটাতে বেশি পছন্দ করি, তাই এবারেও সেরকম ই কাটাবো।তবে সামান‍্য কয়েকজন বন্ধুদের বলা হলেও করোনা পরিস্থিতির কারনে তাদের আসা হয়নি। 

bipradip das 8420549197

৩০বছরেই তার মা হ ওয়ার আসাটাও পুরন হয়েছে। তাই আজ ভীষন খুশি। এখন ইউভান কে নিয়েই সে সময় কাটাছে।

আরও খবর পড়ুন, "নিজের স্ত্রী গৌরী কে বৌদি বলে পরিচয় দিতে হয়েছিল বললেন শাহরুখ খান"...............

Published on:

04/11/2020 11:13

Published By: BIPRADIP DAS


Share This

0 Comments: