রবিবার, ২৯ নভেম্বর, ২০২০

বাংলার মুখ্যমন্ত্রীর মমতা-র কাছ থেকে যথাযথ সম্মান আশা করে নবাব সিরাজ পরিবার

নবাব সিরাজ উদ-দৌলার নবম বংশধর
নবাব সিরাজ উদ-দৌলার নবম বংশধর 

নিজস্ব প্রতিবেদনঃ নবাব সিরাজ উদ-দৌলার নবম বংশধর অথাৎ বর্তমান পরিবার লোকচক্ষুর আড়ালে, নীরবে নিভৃতে বর্তমানে তারা বাংলাদেশের ঢাকা শহরের খিলক্ষেত এলাকার লেকসিটি কনকর্ড-এর বৈকালী টাওয়ারে বসবাস করছেন, ভয়ে তারা এই বাংলা ছাড়তে বাধ্য হন, তারা আশীবাদী ব্রিটেন সহ ভারত,রাশিয়া যেভাবে তাদের রাজ পরিবারকে যথাযথ সম্মান দেয়, ঠিক তেমনি এমনের সম্মানের অধিকারী এবং আশাবাদী, তারা রাষ্ট্রীয় কোনো সরকারি পদ চায়না, 

নবম বংশধর নবাবজাদা আলী আব্বাস উদ-দৌল্লা
নবম বংশধর নবাবজাদা আলী আব্বাস উদ-দৌল্লা

বর্তমানে বাংলাদেশে থাকা সত্ত্বেও "হাসিনা সরকারের" কাছ থেকে কোনো যথাযথ সম্মান পায়নি, পেয়েছে শুধু সাধারণ মানুষের ভালবাসা এবং মিডিয়ার পক্ষ থেকে ভালোবাসা, নবাব সিরাজ উদ-দৌলার নবম বংশধর তথা নবম বংশধর নবাবজাদা আলী আব্বাস উদ-দৌল্লা ওরফে সৈয়দ গোলাম আব্বাস সাহেব বাংলার মুখ্যমন্ত্রীর মমতা ব্যানাজির কাছ থেকে যথাযথ সম্মান আশা করে কেননা বাংলার স্বাধীনতার জন্য প্রথম শহীদ হয়েছিলেন নবাব সিরাজ উদ-দৌলা-ই, 

নবাব পরিবারের নবম বংশধর সৈয়দ গোলাম আব্বাস আরেবের পূর্ববর্তী বংশধরের কুষ্ঠি বিশ্লেষণ করে জানা যায়-------:  

(১) নবাব সিরাজউদ্দৌলার মেয়ে উম্মে জোহরা ওরফে কুদসিয়া বেগম (প্রথম বংশধর),

(২) জোহরার ছেলে শমসের আলী খান (দ্বিতীয় বংশধর),

(৩) তার ছেলে লুত্‍ফে আলী (তৃতীয় বংশধর),

(৪) লুত্‍ফের মেয়ে ফাতেমা বেগম (চতুর্থ বংশধর),

(৫) তার মেয়ে হাসমত আরা বেগম (পঞ্চম বংশধর),

(৬) হাসমত আরার ছেলে সৈয়দ জাকি রেজা (ষষ্ঠ বংশধর),

(৭) তার ছেলে সৈয়দ গোলাম মোর্তজা (সপ্তম বংশধর)

(৮) তার ছেলে সৈয়দ গোলাম মোস্তফা (অষ্টম বংশধর)

(৯) এবং তার ছেলে সৈয়দ গোলাম আব্বাস আরেব (নবম বংশধর)

Published on:

29/11/2020 12:25

Published By: BIPRADIP DAS (Editor/Publisher's)


Share This

0 Comments: