শনিবার, ২৮ নভেম্বর, ২০২০

দঃ ২৪ পরগনা জেলাতে তৃণমূলের ডাকে ঐতিহাসিক কর্মী সম্মেলন

তৃণমূল কংগ্রেসের ডাকে ঐতিহাসিক কর্মী সম্মেলন

হাসান পিয়াদা সাকিব: দঃ ২৪ পরগনা জেলার কুলতলী জামতলা ভগবান চন্দ্র হাই স্কুল মাঠে ঐতিহাসিক কর্মী সম্মেলন ডাক দেন কুলতলী তৃণমূল কংগ্রেস সভাপতি গোপাল মাঝি।

8420549197 bipradip das

ভোটের দিন যত এগোচ্ছে রাজনৈতিক দলগুলির পদক্ষেপ ততোটাই স্পষ্ট হচ্ছে। দলের ভাবমূর্তিকে পরিচ্ছন্ন রাখতে কখনো জনসভা কর্মী সম্মেলন,কখনো মিছিল আবার কখনো ভাষণ। বিভিন্ন এজেন্ডায় ভরসা করে জনমানুষের নিকট পৌঁছানোর চেষ্টায় লেগে আছে রাজ নেতারা। কখনো কোন প্রান্ত থেকে শোনা যায়, আজ এই দলে ভাঙ্গন ঘটেছে। আবার অন্য প্রান্ত থেকে খবর আসে নতুন সদস্য যোগদানের। দলে ভাঙ্গা-গড়ার কাজ শুরু হয়েছে আসন্ন ভোটকে কেন্দ্র করে। দলে ভাঙনের কাহিনী সত্যি হলেও কিছু অংশে সংখ্যা বৃদ্ধির পরিমাণ রয়েছে,মাত্রাতীত। যাই হোক,রাজ্যে যে তৃণমূল কংগ্রেসের এখনো একচ্ছত্র আধিপত্য রয়েছে,সেখানে কোন প্রশ্ন ওঠেনা। এই ঐতিহাসিক কর্মী সম্মেলন ১৫ হাজারের  কর্মী  উপস্থিত  ছিলেন। এই কর্মী সম্মেলন উপস্থিত ছিলেন। দক্ষিণ ২৪ পরগনা তৃনমূলের জেলা সভাপতি শুভাশিস চক্রবর্তী, সুন্দরবন উন্নয়নমন্ত্রী মন্টুরাম পাখিরা, দেবাংশু ভট্টাচার্য মুখপাত্র পশ্চিমবঙ্গ সরকার, জয়নগরের সাংসদ প্রতিমা মন্ডল, মেন্টর রফিকুল হাসান ঘরামি দঃ ২৪ পরগনা। গৌর সরকার ও পাপিয়া হালদার। জেলা পরিষদ সদস্যা প্রনতি মাঝী সহ বিধানসভার সমস্ত অঞ্চলের বুথ সভাপতি ও ১০ হাজার কর্মী।

Published on:

28/11/2020 21:00

Published By: BIPRADIP DAS (Editor/Publisher's)


Share This

0 Comments: