মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২০

নিজের স্ত্রী গৌরী কে বৌদি বলে পরিচয় দিতে হয়েছিল বললেন শাহরুখ খান

নিজের স্ত্রী গৌরী কে বৌদি বলে পরিচয় দিতে হয়েছিল বললেন শাহরুখ খান
চিত্রঃ শাহরুখ খানের সাথে তার স্ত্রী 

শতরুপাঃ শুধূ অভিনয় নয় রসিকতার ক্ষেত্রেও অনেকের থেকে আলাদা কিংখান। 2016 সালে কপিলশর্মার শো তে বলেন" আরে ত্ররপর তো দিল্লীর রাস্তায় নিজের বৌকে নিয়ে বেরোলেও বৌদী বলে সম্ভোধন করতে হয়"। তিনি বলেন তখন ও তিনি সূপারস্টার হননি। সেই সময় তিনি এক কিশোরীর প্রেমে পড়েন। তখন শাহরূখ ছিলেন গ্ৰীনপার্কে। সদ্য সদ্য ই এক গালফ্রেন্ড হয়েছে তিনি ঘুরতে বেরিয়েছেন, এমন সময় একদল  ছেলে এসে বলেন এই সাথে কে, আমি বললাম আমার গালফ্রেন্ড তখন তারা বলল গালফ্রেন্ড নয় বৌদি বল,আমি বললাম না গালফ্রেন্ড ওরাও নাছোরবান্দা না বল বৌদি, সাথে সাথেই একটা ভাঙা কাপ এসে কপালে লাগল, যেন একদম সিনেমা চলছে।২০১৬ কপিল শর্মার শো তে এসে বলেন তারপর থেকে রাস্তাতে বেরোলেই বৌকে বৌদি বলে সম্মান করি।আজ ৫৫এ পরলেন তিনি, করোনাসময়ে কিভাবে জন্মদিন পালন করবেন তানিয়ে উদ্বিগ্ন তার অনুরাগীরা।

Published on:

03/11/2020 10:43

Published By: BIPRADIP DAS


Share This

0 Comments: