জয়ন্ত শাস্ত্রী নিজ বাড়ীতে আগুন |
নিজস্ব সংবাদদাতাঃ সকাল আটটা নাগাদ জনপ্রিয় জ্যোতিষ সম্রাট জয়ন্ত শাস্ত্রী নিজ বাড়ীতে আগুন লেগে শরীরের প্রায় ৫০ শতাংশ পুড়ে মৃত্যু হয়েছে জ্যোতিষীর, জানা গিয়েছে, সেই সময় বাড়িতে উপস্থিত ছিলেন জনপ্রিয় জ্যোতিষ সম্রাট জয়ন্ত শাস্ত্রী। ঘটনাস্থলে যায় দমকলের দুটি ইঞ্জিন কিন্তু তত সময়ে তার দেহ পুড়ে যায়, কিসের জন্য আগুন লেগেছে তার বাড়ীতে তা এখনও জানা যায়নি, স্থানীয় বাসিন্দারা সকাল আট টায় সময় দেখে তার বাড়ীতে আগুন সাথে সাথে দমকলে জানায়, কিন্তু দমকল আগুন নেভাতে পারেনি চট করে তা দেখে স্থানীয় বাসিন্দারা হাতে জল নিয়ে নেভাতে শুরু করেন।
Published on:
02/11/2020 16:34
Published By: BIPRADIP DAS
Categories:
জীবনযাপন
জ্যোতিষ তথ্য
Recent
0 Comments: