বর্তমান মার্কিন প্রেসিডেন্ট |
নিজস্ব প্রতিবেদনঃ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জেতার জন্য ২৭০টি আসন দরকার পড়ে আর সেই আসনের মধ্যেই বাইডেন ২০৫টি আসনে এগিয়ে যেখানে বর্তমান আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প এগিয়ে ১৩৬টি আসনে। বাইডেন ভাষন দিয়ে বলেছেন, "আমরা নির্বাচনে জয়ের পথে আছি।”
মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থী বারডেন |
এখনও আমেরিকার অনেক অঙ্গরাজ্যের নির্বাচনী ফলাফল বাকি আছে, সেগুলো ভোট হলেই জানা যাবে আগামীদিনের আমেরিকার প্রেসিডেন্ট কে নির্বাচিত হবেন?
Published on:
04/11/2020 14:21
Published By: BIPRADIP DAS
Categories:
আন্তর্জাতিক
রাজনীতি
0 Comments: