বৈষয়িক নির্যাতনের শিকার |
মিজানুর রহমান,কক্সবাজার-বাংলাদেশ: কতটুকু শারীরিক, মানসিক ও বৈষয়িক নির্যাতন করলে, একজন সাংবাদিক আতঙ্কে মানুষের পা জড়িয়ে বলতে পারে- 'প্লিজ, আমি আর নিউজ করব না' টর্চার সেল থেকে ফিরে আসা সাংবাদিক গোলাম সরওয়ার...হ্যাঁ। সাংবাদিকরা নিউজ না করলে ভালো থাকবে দেশ! ঠিক আছে স্বাস্থ্য খাতে সেবার নামে পুকুর চুরি হবে, সাংবাদিকরা নিউজ করবে না। সড়কে বেহাল দশা নিম্মমানের কাজ হওয়ার কারণে সাংবাদিকরা জনদূর্ভোগ লাগবে নিউজ করবেনা।
রাজনীতির নামে কিশোর গ্যাংয়ের জড়িয়ে নষ্ট হবে আপনার সন্তান, সাংবাদিকরা নিউজ করবে না। রাস্তায় বখাটে, মাদক আসক্তদের হাতে লাঞ্ছিত হবে আপনার মা বোন মেয়ে, সাংবাদিকরা নিউজ করবে না। রাজনীতির নাম ভাঙ্গিয়ে দখল হবে আপনার ব্যবসা প্রতিষ্ঠান, ঘর বাড়ি, সাংবাদিকরা নিউজ করবে না। সরকারি টাকা লুটপাট করবে দলীয় ঠিকাদাররা, কাজ হবে থার্ড ক্লাস, সাংবাদিকরা নিউজ করবে না। যৌতুকের জন্য নির্যাতিত হবে আপনার মেয়ে, সাংবাদিকরা নিউজ করবে না।
ছাগলের বাচ্চা কিভাবে হয় তার অভিজ্ঞতা নিতে আপনার টাকায় বিদেশ যাবে অকর্ম্মারা, সাংবাদিকরা নিউজ করবে না। চোখের সামনে খুন হবে আপনার স্বজন, বিচার পাবেন, সাংবাদিকরা নিউজ করবে না। দেশের মেগা প্রকল্পে অগ্রধিকার ভিত্তিতে স্থানীয়রা চাকরি না পেলেও সাংবাদিকরা নিউজ করবেনা। কেউ সন্ত্রাসী বাহিনী গড়ে তোলে সমাজ নষ্ট করলেও সাংবাদিকরা নিউজ করবেনা।কারও জায়গা জমি চিংড়ি প্রকল্প জবর দখল করে বছরের পর বছর ভোগ করবেন সাংবাদিকরা নিউজ করবেনা।যত অপরাধ আছে, যত কুকাজ আছে, যত অন্যায় আছে সব করবে ক্ষমতাবান, প্রভাবশালী, দুনীর্তিবাজরা,সাংবাদিকরা নিউজ করবে না।
সাংবাদিক নিউজ করবে তেলভর্তি ড্রামের। তেলে তেলে, তাতে সবার কাছে সাংবাদিকরা ভালো থাকবে। আচ্ছা সাংবাদিকরা কেন নিউজ করবে, এসব দেখার জন্য দেশে পুলিশ আছে, প্রশাসন আছে, দুদক আছে, তারা তাদের কাজ শতভাগ দায়িত্ব নিয়ে করলেই হয়। সেটা তারা করছেই। তাই সাংবাদিকরা নিউজ করবে না।নির্বাচনে ভোট ডাকাতির প্রস্তুতি নিবে প্রভাবশালীরা সাংবাদিকরা নিউজ করবেনা।
Published on:
03/11/2020 11:00
Published By: BIPRADIP DAS
0 Comments: