শনিবার, ২৮ নভেম্বর, ২০২০

ইটাচুনাতে শিক্ষকরা বাড়ি বাড়ি গিয়ে সরকারী প্রকল্পের প্রচারে

 

শিক্ষকরা সরকারী প্রকল্পের প্রচারে বাড়ি বাড়ি
শিক্ষকরা সরকারী প্রকল্পের প্রচারে বাড়ি বাড়ি

রুপাঞ্জন রায়, নিজস্ব প্রতিনিধিঃ একুশের বিধানসভা নির্বাচনের প্রাক্কালে পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে  "চলুন মাস্টারমশাই ঘুড়ি বাড়ি বাড়ি " কর্মসূচির আওতায়  মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন গ্রামের মানুষ ঠিকমতো পাচ্ছে কিনা এবং কোন সমস্যা আছে কিনা তা জানার জন্য পান্ডুয়া ব্লকেরইটাচুনা চক্রের শিক্ষকের কলিষান্ডা দৌলতপুর গ্রামের বাড়ি বাড়ি ঘুরলেন।উপস্থিত ছিলেন পান্ডুয়া পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মদক্ষ সঞ্জীব ঘোষ, ইটাচুনা চক্রের তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সোমনাথ সাঁতরা, পাল, পিনাকি দাস, আশীষ পোল্লে সহ শিক্ষক নেতৃত্ব ও সাধারণ শিক্ষক-শিক্ষিকারা। কন্যাশ্রী, শিক্ষাশ্রী, স্বাস্থ্যসাথী, বাংলা আবাস যোজনা, রুপশ্রী সহ সব সরকারী প্রকল্পের উপকারিতা ও সাধারন মানুষ এই পরিসসেবা গুলি পেতে কোনো অসুবিধা আছে কিনা তার খোজ নেন শিক্ষক মহাশয়েরা।সাম্প্রদায়িকতার অশুভ শক্তিকে পর্যদুস্ত করে বাংলার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে  পুনরায় মা মাটি মানুষের সরকার কে নির্বাচিত করার আবেদন জানানো হয় এই কর্মসূচির মাধ্যমে।

Published on:

28/11/2020 21:17

Published By: BIPRADIP DAS (Editor/Publisher's)


Share This

0 Comments: