বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর, ২০২০

এবার ছাড়লেন বিধায়ক পদ শুভেন্দু অধিকারী, জল্পনা আরও তুঙ্গে

এবার ছাড়লেন বিধায়ক পদ শুভেন্দু অধিকারী, জল্পনা আরও তুঙ্গে
বিধায়ক পদ থেকে ইস্তফা দিলেন শুভেন্দু অধিকারী

নিজস্ব সংবাদদাতাঃ ঠিক আজ থেকে চার বছর আগে ২০১৬ সালের ঐতিহাসিকত্ব সেই নন্দীগ্রাম থেকে বিধায়ক হয়ে এই রাজ্যের মন্ত্রিসভায় আসেন শুভেন্দু বাবু তৃণমূলের টিকিটে, আর গত মাসের ২৭ -ই নভেম্বর ছেড়ে ছিলেন মন্ত্রীত্ব পদ, আর গতকাল ছাড়লেন বিধায়ক পদ  শুভেন্দু অধিকারী, গতকাল বিকেল সাড়ে তিনটে নাগাদ হঠাৎ চলে আসেন গাড়ি করে শুভেন্দু বাবু, গাড়ি থেকে নেমেই সোজা চলে যান বিধানসভার সচীব অভিজিৎ সোমের অফিসে, জানা যায় সচিবের ঘরে প্রাক্তন মন্ত্রী মিনিট দশ ছিলেন। 

যে চিঠি শুভেন্দু বাবু দিয়েছেন তা নিজের হাতেই লিখেছেন এবং তাতে স্পিকার-কে উল্লেখ করে লেখা আছে, ‘বিধানসভার সদস্য পদ থেকে আমার ইস্তফা এখনই গ্রহণ করা হোক', যদিও এই ইস্তফা পত্র নিয়ে অনেক প্রশ্ন আছে যে, 'সচিবের কাছে আদৌ ইস্তফাপত্র দেওয়া যায় কিনা?'

তৃণমূলের-কংগ্রেসের বর্ষীয়ান সাংসদ তথা অধ্যাপক সৌগত রায় বলেছেন এই ইস্তফা প্রসঙ্গে, ‘বিশ্বাসঘাতকতা করেছে শুভেন্দু। আমি নিজে দু’বার বৈঠক করেছিলাম ওর সাথে। কিন্তু অন্যদিকে ওর বিজেপির সঙ্গে আগে থেকেই বোঝাপড়া হয়ে ছিল। এতে আমাদের দলের কোন রকম ভাবে ক্ষতি হবে না বলে জানিয়েছেন।’

সি.পি. আই(এম) -এর বিধায়ক তথা বাম পরিষদীয় দলনেতা বলেছেন, শুভেন্দুর সাথে কথা হয়েছে, বিধানসভা আসার পর ও বুদ্ধদেব বাবুর শরীর খারাপ নিয়ে খোঁজ নিয়েছেন, এবং এও জানিয়েছেন বিজেপিতে যোগ দেবেন, এছাড়াও এই ইস্তফা প্রসঙ্গে, কংগ্রেসের প্রদেশ সভাপতি, অধীর চৌধুরি বলেন, তৃণমুল দল টাই আগামী দিনে উঠে যাবে,

তবে এও দেখা গেছে শুভেন্দুবাবুর সাথে গতদিন পুরুলিয়ার কংগ্রেস বিধায়ক সুদীপ মুখোপাধ্যায়-কে, তখনিই প্রশ্ন উঠেছে রাজনৈতিক অন্দরে! তাহলে এবার কি পুরুলিয়ার কংগ্রেস বিধায়কও দলবদল করছেন নাকি আগামীতে শুভেন্দু বাবুর সাথে? যদিও সুদীপের এই অন্দরে ঘরপাক খাওয়া প্রশ্নের উত্তর দিয়ে জানিয়েছেন, ‘আমি শুভেন্দুবাবুকে বিধানসভায় কাগজপত্রে সাহায্য করার জন্য গিয়েছিলাম শুধুমাত্র।’     

Published on:

17/12/2020 10:51 

Published By: BIPRADIP DAS (Editor/Publisher's) 


Share This

0 Comments: