বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর, ২০২০

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করলেন ‘জয় হিন্দ’ মাঝেরহাট সেতু

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করলেন ‘জয় হিন্দ’ মাঝেরহাট সেতু
‘জয় হিন্দ’ মাঝেরহাট সেতু 

নিজস্ব সংবাদঃ আজ বিকেল ঠিক ৫টা ১৯ মিনিটে বোতাম টিপে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করলেন ‘জয় হিন্দ’ মাঝেরহাট সেতু, নবনির্মিত ব্রিজের উপর নিজেই হেঁটে পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী। সাথে ছিলেন রাজ্যের শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, অরূপ বিশ্বাস, এবং কলকাতা পৌরসভার চেয়ারম্যান ফিরহাদ হাকিম।  


মুখ্যমন্ত্রী ব্রিজ উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে বলেন, ‘‘কেন্দ্রীয় রেল অনুমতি দিলে ৯ মাসেই চালু করা যেত ব্রিজ। রেলের কাছে বারবার দরবার করতে হয়েছে আমাদের, আজকের মুখ্যমন্ত্রীর ব্রিজ উদ্বোধনী অনুষ্ঠান দেখতে বৃহস্পতিবার বিকেল থেকেই উৎসাহী মানুষের ভিড় ছিল খুব। 

হওয়া মাঝেরহাট ব্রিজে অত্যাধুনিক পদ্ধতিতে তৈরি করা হয়েছে উন্নততর প্রযুক্তির দ্বারা। জানা গিয়েছে, ব্রিজের উপর অতিরিক্ত ওজন পড়লে জানিয়ে দেবে সেন্সর। আর সেই সেন্সর সোজা কলকাতা লালবাজার পুলিশের কাছে পৌছে যাবে, এই ব্রিজটি পুরো চালু হলে গেলে কলকাতার বেহালা, ঠাকুরপুকুর, জোকা, মহেশতলা, বজবজ-সহ দক্ষিণ ২৪ পরগণার সব এলাকার সাধারণ মানুষের যাতায়াতের অনেক সুবিধা হবে। 

Published on:

03/12/2020 18:48

Published By: BIPRADIP DAS (Editor/Publisher's) 


Share This

0 Comments: