বুধবার, ১৬ ডিসেম্বর, ২০২০

কোভ্যাক্সিন ট্রায়াল নিতে নারাজ কলকাতা-বাসী | স্বেচ্ছাসেবক নেই

করোনা টিকা কোভ্যাক্সিন
চিত্রঃ করোনা টিকা কোভ্যাক্সিন

নিজস্ব সংবাদদাতাঃ গত ২ ডিসেম্বর থেকে বায়োটেক যৌথভাবে করোনা টিকা কোভ্যাক্সিনের পরীক্ষামূলক ট্রায়াল শুরু করছে পশ্চিমবঙ্গ রাজ্যে, করোনা ভাইরাসের ভারতীয় ভ্যাকসিনের প্রথম ট্রায়াল করা শুরু হয়েছিল, কিন্তু ট্রায়াল নেবার জন্য  ভলান্টিয়ার বা স্বেচ্ছাসেবক যেমন ভাবে পাওয়া যাবে ভাবা হয়েছিলো! তা এখন তেমন ভাবে সাড়া পাওয়া যাচ্ছে না, বরং অন্য জেলা থেকে স্বেচ্ছাসেবক হতে চেয়ে প্রচুর আবেদন আসছে অথচ কলকাতার মধ্যে কাউকে পাওয়া যাচ্ছে না, কিন্তু আগামী বছরের ২০২১ সালের ঠিক ডিসেম্বরে এই ট্রায়াল পর্ব শেষ করার কথা। 

অবশেষে প্রতিষ্ঠান কলকাতার মধ্যে ভলান্টিয়ার বা স্বেচ্ছাসেবক না পাওয়া গেলে আমরা প্রতিষ্ঠানের ল্যাবের বিজ্ঞানী, অফিসের কর্মী, গবেষকদের উপরেই ভ্যাকসিনের প্রয়োগ করব, তাই রাজ্য-সরকার সাধারন মানুষের কাছে আবেদন শহরবাসী যেন এই ট্রায়াল পর্বে অংশগ্রহণ করুক।  

Published on:
16/12/2020 15:34
Published By: BIPRADIP DAS (Editor/Publisher's) 


Share This

0 Comments: