শুক্রবার, ৪ ডিসেম্বর, ২০২০

“ নবাব সিরাজউদ্দৌলার প্রত্যাবর্তন ” - কবিতা

“ নবাব সিরাজউদ্দৌলার প্রত্যাবর্তন ” - কবিতা    
“ নবাব সিরাজউদ্দৌলার প্রত্যাবর্তন ”

  লেখকঃ ডিউক হুদা (বাংলাদেশী)

        -----------------------------------------------------------------------------

কে বলে মহান নবাব সিরাজউদ্দৌলা

আপনি নেই?

আপনি বাংলা বিহার উড়িষ্যার  হৃদয় জুড়ে

আছেন সবখানেই,

আপনি আছেন স্বাধীনতাকামী

মানবের মাঝে,

আপনার দেশপ্রেমের পথ বেয়ে

এখনো ডংকা বাজে,

আপনি আছেন ঐতিহ্যের নবম প্রজন্ম নবম পুরুষ

নবাবজাদা আব্বাসউদ্দৌলার পুরো অন্তর জুড়ে,

বাংলাকে নিয়ে দেখা আপনার সব সুন্দর অসম্পূর্ণ স্বপ্ন পূরণে নিরলস

অকুতোভয় সে,

নবাবজাদা আলি আব্বাসউদ্দৌলা

আপনার রক্তধারা আপনার প্রতিচ্ছবি,

আপনাকে আবার পেয়েছে বাংলা

লাল সবুজের সকল দেশপ্রেমি হৃদয় আনন্দে আত্মহারা,

সারা বাংলায় পড়েছে সাড়া নবাব ফিরেছেন

নবাবজাদা হয়ে,

জোটবাধো সবে এক হও আজ

নিশ্চিতে নির্ভয়ে,

পলাশীর গ্লানী মুছে দিয়ে নবাবজাদা

শোনাবেন প্রকৃত বিজয়ের গান,

আবার বাংলা হাসবে গাইবে

ফিরে পাবে তার প্রাণ,

সালাম তোমায় স্বপ্নপুরুষ

নবাবজাদা সেলাম,

ধন্য মোরা ধন্য বাংলা

তোমায় ফিরে পেলাম। 

প্রথম প্রকাশিতঃ দৈনিক বাংলাদেশের আলো পত্রিকায়

 

Published on:
04/12/2020 01:54
Published By: BIPRADIP DAS (Editor/Publisher's)

Share This

0 Comments: