মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০২০

বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণীর কর্মচারী পরিষদের পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে মানববন্ধন

পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে মানববন্ধন
চিত্রঃ পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে মানববন্ধন

নাজমুল ইসলাম,বাংলাদেশঃ কুড়িগ্রাম জেলার রাজিবপুর উপজেলায় আজ মঙ্গলবার সকাল ১১  টার সময় রাজিবপুর সুপার মার্কেটের সামনে বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণীর কর্মচারী পরিষদের পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করে । এ সময় উপস্থিত ছিলেন  মোঃ রুহুল আমিন, সভাপতি এবং মোঃ রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক , বাংলাদেশ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান তৃতীয় শ্রেণীর কর্মচারী পরিষদ, রাজিবপুর উপজেলা শাখা । এছাড়াও আরও সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন । 

এ সময় তারা বিভিন্ন দাবি জানায়, তাদের দাবিগুলো হলোঃ

১. তৃতীয় শ্রেণীর কর্মচারীদের ন্যূনতম বেতন গ্রেড ১১তম প্রদান করতে হবে এবং শিক্ষার্থীর সংখ্যা অনুপাতে তৃতীয় শ্রেণী কর্মচারীর সংখ্যা বৃদ্ধি করতে হবে ।

২. পদের নাম পরিবর্তন করে প্রশাসনিক কর্মকর্তা/অফিস সুপার প্রদান করতে হবে এবং পেশাগত উন্নয়নে কম্পিউটার সহ অন্যান্য বিষয়ে উচ্চতর ট্রেনিং এর ব্যবস্থা নিতে হবে ।

৩. শিক্ষা মন্ত্রণালয়ের প্রণীত চাকুরী বিধি - ২০১২ দ্রুত বাস্তবায়ন ও প্রজ্ঞাপন অনুযায়ী ম্যানেজিং কমিটি/গভর্নিং বডিতে কর্মচারীদের একজন সদস্য রাখার ব্যবস্থা করতে হবে ।

৪. শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে দ্রুত উচ্চতম পদে পদোন্নতির ব্যবস্থা করতে হবে ।

৫. সকল এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করতে হবে ।

Published on:

29/12/2020 19:29

Published By: BIPRADIP DAS (Editor/Publisher's) 


Share This

0 Comments: