মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০২০

উত্তরবঙ্গে ইলেকট্রিক ট্রেন পরিষেবা বাড়বে | কোথায় কোথায় বাড়বে দেখুন

ট্রেন পরিষেবা পরিদর্শনে কর্ম-কর্তারা
 চিত্রঃ ট্রেন পরিষেবা পরিদর্শনে কর্ম-কর্তারা 

সজল দাশগুপ্ত,শিলিগুড়ি: কলকাতা ও হাওড়ার বুকে ইলেকট্রিক ট্রেন সাঁই সাঁই করে ছুটে  চলে। নিমেষের মধ্যে এক স্টেশন থেকে অন্য স্টেশনে পৌঁছে যায় ইলেকট্রিক লোকাল ট্রেন। উত্তরবঙ্গ এ বুকে শুরু হতে চলেছে ইলেকট্রিক ট্রেন পরিষেবা এনজিপি থেকে আলিপুরদুয়ার পর্যন্ত।  মঙ্গলবার এ বিষয়ে সমস্ত কিছু পরিদর্শন করার জন্য আসেন এ ডি আর এম একে জিন্দাল জলপাইগুড়ি রোড স্টেশন এ। কাজ প্রায় শেষের পথে । 

ইতিমধ্যেই পরীক্ষামুলকভাবে ইলেকট্রিক ট্রেন পরিষেবা চালু করা হয়েছে। শুধু সময়ের অপেক্ষা আর কিছুদিনের মধ্যে ইলেকট্রিক ট্রেন পরিষেবা চালু হয়ে যাবে এনজিপি থেকে আলিপুরদুয়ার পর্যন্ত। নতুন বছরের চৌঠা জানুয়ারি এই বিষয়ে পরিদর্শনে আসবেন ডি আর এম।

Published on:

29/12/2020 19:17

Published By: BIPRADIP DAS (Editor/Publisher's)


Share This

0 Comments: