মঙ্গলবার, ৮ ডিসেম্বর, ২০২০

সুপ্রিম কোর্ট রাজ্যের পৌরসভা ভোট কবে করা যাবে তার উত্তর জানতে চায়

সুপ্রিম কোর্ট রাজ্যের পৌরসভা ভোট কবে করা যাবে তার উত্তর জানতে চায়
ভারতের সুপ্রিম কোর্ট

নিজস্ব সংবাদঃ সুপ্রিম কোর্ট রাজ্যের সব পৌরসভা ভোট কবে করা যাবে তার উত্তর আগামী ১০ দিনের মধ্যে সরকারের পক্ষ থেকে জানাতে হবে, দেখা গেছে রাজ্যের এমনও বহু পৌরসভা আছে যেখানে প্রশাসকের মেয়াদ ফুঁড়িয়ে গেছে কিন্তু কোভীড পরিস্থিতে ভোট না করতে পারায় বিদায়ী প্রশাসক দিয়ে বিভিন্ন ওয়ার্ড সহ পৌরসভা সচল রাখা হয়েছে। 

আরও খবর পড়ুন, রাজ্য বেডস বিপ্রদ্বীপ দাস -কে "বিশেষ স্বারক সম্মান ২০২০" তে ভূষিত করলো

রাজ্যে সরকারের এমন নিয়ম নিয়ে অনন্য বিরোধী দলগুলো ইতিমধ্যে অভিযোগ তুলেছে, তাদের দাবি, সরকার তাদের ক্ষমতায় বসে এমন কাজ করে গনতান্ত্রিক ব্যবস্থাকে কুক্ষিগত করার ব্যবস্থা করেছে, কিন্তু এদিকে রাজ্য সরকারের যুক্তি, "তারা পৌর আইন মেনেই এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে যা কলকাতা হাইকোর্টে মান্যতাও পেয়েছে, হাইকোর্ট জানিয়েছে, কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রনে আসলেই সব পৌর-সভার ভোট করা হবে",


রাজ্যের কলকাতা পুরসভার আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, কোটের বিচারপতিরা বলেছেন, রাজ্যের আগামীতে কোভিড পরিস্থিতির জন্য ভোট করানো সম্ভব না হলে শব পৌর-সভাতে স্বাধীন নিরপেক্ষ প্রশাসক নিয়োগ করতে হবে। এদিকে সুপ্রিম কোর্টও স্পষ্ট করে দিয়েছে, "দশ দিনের মধ্যে পুরভোট নিয়ে সিদ্ধান্ত না নিলে স্বাধীন প্রশাসক নিয়োগ বসাতে হবে"।

Published on:

08/12/2020 10:19  

Published By: BIPRADIP DAS (Editor/Publisher's) 



Share This

0 Comments: