বুধবার, ২ ডিসেম্বর, ২০২০

‘কোভ্যাক্সিন’-এর প্রথম ডোজ নিলেন কলকাতা পুরসভার চেয়ারম্যান ফিরহাদ হাকিম

ভারতের কোভ্যাক্সিন টিকা
ভারতের কোভ্যাক্সিন টিকা

নিজস্ব সংবাদদাতাঃ পশ্চিমবঙ্গ রাজ্যের ‘কোভ্যাক্সিন’-এর তৃতীয় পর্যায়ের পরীক্ষা শুরু হচ্ছে নাইসেড -এ, আর সেই কোভ্যাক্সিন এর উদ্ভবন করলেন রাজ্যপাল জগদীপ ধনখড়, এবং টিকার প্রথম ডোজ নিজের শরীরে নিলেন কলকাতা পুরসভার প্রশাসকমণ্ডলীর চেয়ারম্যান ফিরহাদ হাকিম। 

জানা যায়, প্রশাসকমণ্ডলীর চেয়ারম্যান ফিরহাদ হাকিম বিকেলে পৌঁছে যায় ন্যাশনাল ইনস্টিটিউট অব কলেরা অ্যান্ড এন্টেরিক ডিজিজেস -এ, সেখানে ডোজ দেবার আগে শারিরীক পরীক্ষা করা হয়, এবং শরীরে তাঁর কোনও কো-মর্বিডিটি নেই অথাৎ এখন ডোজ দেওয়া যাবে, পরে তাঁকে টিকা দেওয়া হয়। 

এক বছর ধরে রাজ্যে চলবে পর্যবেক্ষণ, সারা রাজ্যের এক হাজার মানুষের উপরে এই ‘কোভ্যাক্সিন' টিকার পরীক্ষানিরীক্ষা চলে যাবে। ইতিমধ্যেই ভারতের হায়দরাবাদ রাজ্যে থেকে ‘কোভ্যাক্সিন' টিকা এবং তার প্রয়োজনীয় সমস্ত সামগ্রী চলে এসেছে এই রাজ্যে। এক একটি দলে ভাগ করে তারপর এই টিকা দেওয়া হবে রাজ্যের এক হাজার মানুষ-কে ।  

Published on:

02/12/2020 18:50

Published By: BIPRADIP DAS (Editor/Publisher's)



Share This

0 Comments: