বুধবার, ২ ডিসেম্বর, ২০২০

C.E.O সাহেব আমিনুল ইসলামের ডাকে ৫ তারিখে বিপ্রদ্বীপ দাসের কলকাতার সফর

আন্তর্জাতিক খ্যাতি-সম্পন্ন বিপ্রদ্বীপ দাস
বিপ্রদ্বীপ দাস (বিজ্ঞান বিভাগীয় ছাত্র, B.Sc, Telecom)

নিজস্ব সংবাদঃ বিপ্রদ্বীপ দাসের ভাষায়, শিল্পপতি মানে যে শুধু বিভিন্ন স্থানে কারখানা সহ শিল্প উদ্ভোবন করাই তা নয়, শিল্পপতির প্রকৃত অর্থ, "যে প্রতিদিন কিছু না কিছু শিল্প ঘটিয়ে রাজ্য সহ দেশকে অগ্রগতির দিক এগিয়ে নিয়ে যায়, যেখানে নতুন প্রজন্মের ছাত্র-ছাত্রীদের ভবিষৎ কে কেরিয়ার নিশ্বিত করতে সাহায্য করে- আপনারা কি বলেন?" 

তেমনিই আজ এমন এক শিল্পপতির নাম বলব যার নাম শুধু আমি-আপনি নয় সারা রাজ্যবাসী জানে চেনে, তার নাম আর বলার বাকি থাকে না! তিনি আমাদের "অল ইন্ডিয়া মহত্মা গান্ধী কম্পিউটার সাক্ষরতা মিশনের কাউন্সিল বোর্ডের - C.E.O আমিনুল ইসলাম সাহেব তথা রাজ্য সভাপতি ",  


C.E.O সাহেব আমিনুল ইসলামের ডাকে আগামী ৫-ই ডিসেম্বর আন্তর্জাতিক খ্যাতি-সম্পন্ন বিপ্রদ্বীপ দাস কলকাতার "বারাসাত তিতুমীর অডিটোরিয়াম" উপস্থিত থাকবেন, জানা গিয়েছে, সকাল সাড়ে ৮ টায় রওনা দেবেন ত্রিবেণী থেকে, বারাসাত তিতুমীর অডিটোরিয়াম মঞ্চে এছাড়াও গৌরবময় উপস্থিত থাকবেন "বেডস রাজ্য সম্পাদক- শিক্ষক সাজাহান মন্ডল, এছাড়াও বেডস এর পশ্চিমবঙ্গ রাজ্যের বিভিন্ন জেলার দায়িত্ববান কর্মকর্তা-রা, এও জানা গিয়েছে, অনুষ্ঠান মঞ্চে "আমার আশা ফাউন্ডেশন" শুভ উদ্ভবন হবে, উপস্থিত থাকবেন বিভিন্ন কর্মকর্তা-রা, 

বিপ্রদ্বীপ দাসের কথায়, ২০১৯ সালে প্রথমবার "বাংলাদেশ কালের সংবাদ পত্রিকার" সহযোগিতায় উপস্থিত হয়েছিলেন, সেই সময় অনুষ্ঠানে উপ্সথিত ছিল, কলকাতা হাইকোর্টের প্রধানবিচারপতি, রাজ্যের মন্ত্রী, সাংসদ, বাংলাদেশ থেকে শাসক দলের "আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নেতা আল্বহাজ আবু তৌহিদ সহ অনন্য বিশেষ নেতারা,      

Published on:
02/12/2020 15:52
Published By: BIPRADIP DAS (Editor/Publisher's) 


Share This

0 Comments: