শুক্রবার, ১ জানুয়ারী, ২০২১

নতুন বছরে ভারতে করোনা ভ্যাকসিনের খুশীর খবর নিয়ে আসলো

নতুন বছরে ভারতে করোনা ভ্যাকসিনের খুশীর খবর নিয়ে আসলো
নতুন বছরের প্রথম দিনেই ভারতে ভ্যাকসিনের আগমন

নিজস্ব সংবাদঃ ২০২১ -শের নতুন বছরের প্রথম দিনেই ভারতে ভ্যাকসিনের ছাড়পত্র পাওয়া যাবে বলে সূত্রের খবর, যা আগামী কাল থেকে কলকাতা -তে শুরু হয়ে যাবে করোনা ভাইরাসের টিকা বন্টন, যা নতুন বছরে সবার কাছে খুশি খবর নিয়ে আসলো, এই অভিযানের জন্য রাজ্যের স্বাস্থ্য দফতর -কে আজ বৃহস্পতিবার প্রায় ৮৩ কোটি সিরিঞ্জ কেনার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার।  

  

ড্রাগস কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়ার কর্তা সাহেব জানিয়েছেন, ২০২১ -তে খুশির খবর দেবো এটুকু বলতে পারি আর এই কথা মতই ‘ভারতে টিকার চূড়ান্ত পর্যায়ের ট্রায়াল সম্পূর্ণ না শেষ হলেও আগের সমস্ত পর্বের তথ্য ফলাফল বিশ্লেষণ করে ছাড়পত্র দেওয়ায় আমাদের কোনও সমস্যা নেই।’ ভারতে প্রাথমিকভাবে তালিকায় থাকা স্বাস্থ্যকর্মী, পুলিস, সাফাইকর্মী, জটিল রোগাক্রান্ত সহ মোট ভারতীয় ৩০ কোটি নাগরিককে অগ্রাধিকারের রাখা হয়েছে।  

এছাড়াও, কেন্দ্রীয় সরকার আগামী জুলাই মাসের মধ্যে প্রবীণদের মধ্যে টিকাকরণ অভিযান শুরু হবে।  

Published on:

01/01/2021 12:48

Published By: BIPRADIP DAS (Editor/Publisher's) 


Share This

1 টি মন্তব্য: