রবিবার, ১০ জানুয়ারী, ২০২১

মুখ্যমন্ত্রী মমতা দি এখন রাজ্যবাসীকে বিনামূল্যে করোনা টিকা দিতে চান

মুখ্যমন্ত্রী মমতা দি এখন রাজ্যবাসীকে বিনামূল্যে করোনা টিকা দিতে চান
চিত্রঃ মুখ্যমন্ত্রী মমতা দি এখন রাজ্যবাসীকে বিনামূল্যে করোনা টিকা দিতে চান

নিজস্ব সংবাদঃ পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী মমতা দি এখন রাজ্যবাসীকে বিনামূল্যে করোনা টিকা দিতে চান, তিনি ইতিমধ্যে বিভিন্ন জেলা সহ বাঁকুড়া, পুরুলিয়া, দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ, বর্ধমান জেলার পুলিশ কর্তাকে মুখ্যমন্ত্রীর লেটারহেডে চিঠিতে তা জানিয়েও দিয়েছেন, সেই চিঠিগুলি বিলি করা শুরুও করেছেন স্বাস্থ্য-কার্যালয়গুলি -তে,  জেলা পুলিশ কর্তারা, চিঠিতে রাজ্যের কোভিড মোকাবিলা করায় সব যোদ্ধাকে কুর্নিশ জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী।

চিঠিতে রাজ্য বাসীর উদ্দেশ্যে লিখেছেন, ‘আমি অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি, রাজ্যের সমস্ত মানুষের কাছে একদম সম্পূর্ণ বিনামূল্যে এই করোনা রোগের ভ্যাকসিন পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছে আমাদের সরকার।’ নিজের জীবনকে বাজি রেখে যে ভাবে রাজ্যের কোভিড রোগীদের চিকিৎসা-সেবার কাজ করেছেন আমাদের স্বাস্থ্যকর্মীরা, তাতে প্রথম পর্যায়েই বাংলার সব স্বাস্থ্যকর্মীর কাছে প্রতিষেধক পৌঁছে দেবে আমাদের সরকার। 

মুখ্যমন্ত্রীর লেটারহেড চিঠি
চিত্রঃ মুখ্যমন্ত্রীর লেটারহেড চিঠি

পর্যবেক্ষকদের মতে, এই ভাবে বিনামূল্যে ভ্যাক্সিন দিলে, সরকারের কোষাগারের উপর চাপ পড়বে, যেহুতু রাজ্যে এখন পর্যন্ত ১০-১১ কোটি মানুষের বসবাস সেখানে বিনামূল্যে দিলে খরচ হবে প্রায় পাঁচ হাজার কোটি টাকা, রাজ্যের বর্তমান এই পরিস্থিতিতে সরকার কী ভাবে সেই খরচ সামলাবে তা নিয়ে সংশয় রয়েছে, কিন্তু প্রশাসন সূত্রে মতে, এটা সরকারের নীতিগত অবস্থান রাজ্যবাসীর প্রতি তা আমাদের মানতে হবেই। 

কিন্তু বন্টনের ক্ষেত্রে কয়েকটা দিক রয়েছে আমাদের এমন ভাবে ভ্যাক্সিন বন্টন করতে হবে যেন, কেউ না বাদ পড়ে, তবে তালিকায় সর্বপ্রথমে থাকবে স্বাস্থ্যকর্মীরা, রাজ্য পুলিশ এবং সিভিল পুলিশ যারা কোভিড পরিস্থিতে জীবন বাজি রেখে লড়াই করেছে রাজ্যবাসীকে বাঁচাতে। 

Published on:

10/01/2021 11:11

Published By: BIPRADIP DAS (Editor/Publisher's) 


Share This

0 Comments: