মঙ্গলবার, ১২ জানুয়ারী, ২০২১

ভারতের আবিস্কার করা করোনার টিকা রওনা দিলো পুনে থেকে | শেষ হলো "পুজো"

ভারতের আবিস্কার করা করোনার টিকা রওনা দিলো পুনে থেকে | শেষ হলো "পুজো"
করোনার টিকা রওনা দিলো পুনে থেকে | শেষ হলো "পুজো"

নিজস্ব সংবাদদাতাঃ ভারতের আবিস্কার করা করোনার টিকা ৩টি ভর্তি শীতাতাপ নিয়ন্ত্রিত মালবাহী গাড়িতে নিয়ে সিরাম ইনস্টিটিউট থেকে মঙ্গলবার কাকভোরে রওনা দিল, সাথে সেরে নেওয়া হল ‘মঙ্গলাচরণ' পুজো, জানা গিয়েছে বর্তমানে ভারতের প্রায় মোট ৩০ কোটি মানুষের শরীরে প্রয়োগ করা হবে, তারপর টিকাগুলি আবার শীতাতপ নিয়ন্ত্রিত বিমানে তুলে দেওয়া হবে সেগুলো আবার বিমানের মাধ্যমে প্রতিটি রাজ্যে বন্টন করা হবে বলে সূত্রের খবর।  

যে যে রাজ্যে যাবে পুনে সিরাম ইনস্টিটিউট থেকে, প্রথমে কলকাতা তারপর এক এক করে চেন্নাই, বেঙ্গালুরু, হায়দরাবাদ, বিজয়ওয়াড়া, গৌহাটি ও লখনউ-সহ ভারতের মত এত বড় দেশের(১৩০ কোটি মানুষের ভারত) ১৩টি বিশেষ স্থানে, এই করোনার জন্য সিরাম ইনস্টিটিউট সরকারের কাছ থেকে প্রতিটি টিকা ২০০ টাকা করে নিচ্ছে, যা দিয়ে সিরাম ইনস্টিটিউট আগামী এপ্রিল মাসের মধ্যে আরও ৪ কোটি করোনা টিকা প্রস্তুত করবে ভারতবাসীর জন্য। 

Published on:

12/01/2021 10:34

Published By: BIPRADIP DAS (Editor/Publisher's) 


Share This

0 Comments: