সোমবার, ৪ জানুয়ারী, ২০২১

মিম পার্টির প্রধান ওয়েইসির সাথে জোট নিয়ে ফুরফুরায় বৈঠকে আব্বাস সিদ্দিকি


মিম পার্টির প্রধান ওয়েইসির সাথে বৈঠকে আব্বাস সিদ্দিকি
চিত্রঃ মিম পার্টির প্রধান ওয়েইসির সাথে বৈঠকে আব্বাস সিদ্দিকি

নিজস্ব সংবাদদাতাঃ মিম পার্টির প্রধান আসাউদ্দিন ওয়েইসি ফুরফুরা শরিফে এসে আব্বাস সিদ্দিকির সাথে জোট করে রাজ্যে আগামী বিধানসভা ভোটে লড়াই করার আহ্ববান জানালেন, কিন্তু এরা যদি জোট করে লড়াই করে তাহলে এই রাজ্যের প্রায় ৩০ শতাংশ থাকা মুসলিম ভোটে(সংখ্যালঘু) কি প্রভাব পড়বে তার দিকে তাকিয়ে সমস্ত রাজনৈতিক মহল।  

(ছবিতে ক্লিক করে WhatsApp -এর মাধ্যমে যোগাযোগ করুন)

সাংবাদিক সম্মেলনে মিম প্রধান ওয়েইসি বলেন, ‘বাংলায় আমাদের জোট দলের কাজ শুরু হবে আগামীতে। আব্বাস সিদ্দিকির পাশে থেকে আমরা সবাই কাজ করব। আব্বাস সিদ্দিকি সাহেব যে কথা বলছেন তা পোক্ত করতেই তাঁর সঙ্গে থাকবে মিম দল। যে কাজ সিদ্দিকি করছেন তা এ রাজ্যের এক ঐতিহাসিক সিধান্ত। উনি যে আগামীতে সিদ্ধান্ত নেবেন, তাকেই সমর্থন করব আমরা সবাই। ভবিষ্যত চূড়ান্ত করবেন আব্বাস সিদ্দিকি সাহেব।

তৃণমূল সাংসদ সৌগত রায় এ প্রসঙ্গে সাংবাদিকদের জানায়, ‘আব্বাস সিদ্দিকির সঙ্গে মিম দলের প্রধান ওয়াইসির এই বৈঠক নতুন ব্যাপার। মিম প্রধান ওয়াইসি বুঝতে পেরেছেন, এই বাংলায় উর্দুভাষী মুসলমানের সংখ্যা কম। তাই বাংলায় ওঁর কোনও প্রভাব খাটবে না। তাই ফুরফুরায় আব্বাস সিদ্দিকির কাছে গিয়েছেন বাংলায় জোট করে লড়বে বলে।  

Published on:

04/01/2021 21:16

Published By: BIPRADIP DAS (Editor/Publisher's) 


Share This

0 Comments: