শুক্রবার, ১৫ জানুয়ারী, ২০২১

হুগলি জেলাতে কোথায় কোথায় পাবেন করোনা ভ্যাকসিন? জানুন এক ক্লিকে

 

হুগলি জেলাতে কোথায় কোথায় পাবেন করোনা ভ্যাকসিন? জানুন এক ক্লিকে
চিত্রঃ হুগলি জেলাতে এসে গেলো ভারতীয় আবিস্কৃত করোনা ভ্যাকসিন 

নিজস্ব প্রতিনিধিঃ কোভিশিল্ড ভ্যাকসিন আগেই কলকাতা থেকে রাজ্যের বিভিন্ন জেলা গুলির উদ্দেশ্যে রওনা দিয়ে ফেলেছে, জানা যায় গত বৃহঃস্পতি বার ভ্যাকসিন পৌঁছে যায় কলকাতায় বিভিন্ন মেডিকেল হসপিতালে, স্বাস্থ্য ভবন সূত্রে খবর রাজ্যের বিভিন্ন জেলাতে যারা যারা এই ভ্যাকসিন নেবেন তাদের প্রত্যেকের সাথে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানাজী কথা বলবেন zoom app এর সাহায্যে।  

হুগলি জেলার আগামী ১৬ তারিখ থেকে ১২ টি কেন্দ্রে মিল্বে এই কোভীড ভ্যাক্সিন:- 

(১). গ্লোড এআরআই ওয়াড জেলা হসপিতাল

(২). আরামবাগ SDH সিসিপি পিপি ইউনিট 

(৩). চন্দননগর SDH পিপি ইউনিট 

(৪). শ্রীরামপুর SDH পিপি ইউনিট 

(৫). ধনিয়াখালী আরএইচ বিভিএস 

(৬). মগরা আরএইচ বিভিএস 

(৭). তারকেশ্বর আরএইচ 

(৮). সিংগুর আরএইচ বিভিএস 

(৯). জাংগিপাড়া আরএইচ 

(১০). থানাকুল আরএইচ

(১১). কামারপুকুর বিপিএইচসি  

Published on:
15/01/2021 13:47
Published By: BIPRADIP DAS (Editor/Publishers) 

Share This

0 Comments: