শুক্রবার, ৮ জানুয়ারী, ২০২১

বিদায়ী প্রেসিডেণ্ট ট্রাম্প শান্তির বার্তা দিয়েছেন , ক্ষমতা দেওয়া হোক শান্তিপূর্ণ ভাবে

বিদায়ী প্রেসিডেণ্ট ট্রাম্প শান্তির বার্তা দিয়েছেন
চিত্রঃ বিদায়ী প্রেসিডেণ্ট ট্রাম্প শান্তির বার্তা দিয়েছেন 

নিজস্ব সংবাদদাতাঃ মুখ পুড়েছে আমেরিকায়, যা আগে কখনও বিশ্ববাসী দেখেনি নির্বাচনের পরে এমন পরিস্থিতি, ঘরে-বাইরে চরম পরিস্থিতির মধ্যে পড়ে বিদায়ী প্রেসিডেণ্ট ট্রাম্প, সংসদে হামলার পর টুঁইটারে একটি ভিডিও বার্তা পোস্ট করে ট্রাম্প বার্তা দেন, আমেরিকায় সর্বত্র শান্তি বজায় থাকুক, আমার সমস্ত অনুগামীরা এবং সমর্থকরা যেন নিজেদের সংযত করে নেন এবং হিংসার পথ থেকে যেন সরে আসেন, এই বলে অনুরোধ জানান।  
এছাড়াও ট্রাম্প বলেন,  ‘‘আগামী ২০ তারিখ থেকে আমেরিকার প্রেসিডেন্টের আসনে বসবেন নতুন প্রশাসক বাইডেন । আমি চাই মসৃণভাবে, শান্তিপূর্ণ ভাবে, শৃঙ্গলা মেনে ক্ষমতার হস্তান্তর হোক।’’ গোটা বিশ্ব দেখেছে, যেদিন থেকে বাইডেনের নাম প্রেসিডেন্ট পদে ঘোষণা হয়েছে, সেদিন থেকে চরম উত্তেজনা বিভিন্ন ভাবে সৃষ্টি করেছে বিদায়ী আমেরিকার প্রেসিডেন্ট।   
Published on:
08/01/2021 11:40
Published By: BIPRADIP DAS (Editor/Publisher's) 

Share This

0 Comments: