শনিবার, ১৬ জানুয়ারী, ২০২১

মাঘ মাসের প্রথম থেকে রাজ্য জুড়ে ব্যাপক শীত পড়বেঃ আবহাওয়া দপ্তর

মাঘ মাসের প্রথম থেকে রাজ্য জুড়ে ব্যাপক শীত পড়বেঃ আবহাওয়া দপ্তর
চিত্রঃ রাজ্য জুড়ে ব্যাপক শীত পড়বে 

সজল দাশগুপ্ত, শিলিগুড়িঃ মাঘ মাসের প্রথম থেকে রাজ্য জুড়ে ব্যাপক শীত পড়তে শুরু করেছে। উত্তরবঙ্গ তে তাপমাত্রা  নিম্নমুখী। দক্ষিণবঙ্গ তে শৈত্যপ্রবাহ থাকবে আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে। আগামী 2 দিন রাজ্য জুড়ে ব্যাপক ঠান্ডা আবহাওয়া দপ্তর থেকে জরুরী বিবৃতি দিয়ে এই কথা জানানো হয়। আগামী দুদিন উত্তরবঙ্গ জুড়ে কুয়াশা থাকবে। দৃশ্যমানতা 200 মিটার এর কম হবে তাই যানবাহন এর চালক দের অত্যন্ত সতর্ক ভাবে গাড়ি চালানোর কথা বলা হয়েছে।  

শিলিগুড়ি শহরে শনিবার সকাল থেকেই কনকনে উত্তরা হওয়া এর দাপট অব্যাহত ছিল। যার ফলে সর্বোচ্চ তাপমাত্রা বাড়তে পারে নি। এর ফলে শনিবার সকাল থেকেই জাঁকিয়ে শীত শিলিগুড়ি শহরে। একটু উষ্ণতার খোঁজে অনেককেই দেখা গিয়েছে আগুন জ্বালিয়ে পোহাতে। বিশেষ দরকার ছাড়া কেউ বাড়ি থেকে বের হন নি। কুয়াশার কারণে দৃশ্যমানতা খুবই কম ছিল শনিবার দিন । যার ফলে যান চলাচল ব্যাহত হয় শিলিগুড়িতে। আগামী দুদিন ও শীত বজায় থাক বে শাহর এ আবহাওয়া দপ্তর সূত্রে এমনটাই জানানো হয়েছে।

Published on:

16/01/2021 20:51

Published By: BIPRADIP DAS (Editor/Publishers) 


Share This

0 Comments: